ইসরায়েলে সিনাগগে হামলার ঘটনায় গ্রেপ্তার ৪২

9

পূর্ব জেরুজালেমে ইহুদীদের এক সিনাগগে বন্দুক হামলার ঘটনায় জড়িত সন্দেহে ৪২ জন গ্রেপ্তার করেছে ইসরায়েল পুলিশ। শুক্রবারের ওই হামলায় সাতজন নিহত এবং আরো অন্তত তিনজন আহত হয়েছেন। গত কয়েক বছরের মধ্যে দেশটিতে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা। এটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে বর্ণনা করেছে পুলিশ। এদিকে, শনিবার ওল্ড সিটির উপকণ্ঠে সিলওয়ানে অন্য একটি ‘সন্ত্রাসী হামলায়’ দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে ইসরায়েলি পুলিশের বরাত দিয়ে জানায় বিবিসি। শনিবারের ওই হামলায় জড়িত সন্দেহে ১৩ বছরের এক ফিলিস্তিনি কিশোরকে আটক করা হয়েছে। পাঁচজন ইহুদি ধর্মানুরাগী প্রার্থনার জন্য সিনাগগ যাওয়ার পথে ওই কিশোর তাদের লক্ষ্য করে গুলি চালালে এক বাবা ও তার ছেলে গুরুতর আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।