ইসরায়েলে অস্ত্র রফতানি স্থগিত করলো কানাডা

7

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলে অস্ত্র রপ্তানি স্থগিত করার ঘোষণা দিয়েছে কানাডা। মঙ্গলবার (১৯ মার্চ) এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। একটি সরকারি সূত্রের বরাতে বুধবার ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ শুরুর পর থেকে কানাডাই শুধু ইসরায়েলকে যোগাযোগ সরঞ্জামের মতো ‘প্রাণঘাতী নয়’ এমন অস্ত্রের চালান রপ্তানি করেছে।
তবে জানুয়ারি থেকে দেশটিতে কোনও রপ্তানি করা হয়নি বলে জানিয়েছে সূত্রটি। রেডিও কানাডার মতে, কানাডিয়ার অস্ত্র রপ্তানির শীর্ষ দেশ ছিল ইসরায়েল। দেশটি ২০২২ সালে ইসরায়েলে এক কোটি ৫০ লাখ ডলার মূল্যের সামরিক সামগ্রী রপ্তানি করেছিল। এর আগে, ২০২১ সালে দেশটি এক কোটি ৯০ লাখ ডলার মূল্যের রপ্তানি করেছিল। কানাডিয়ান অস্ত্র রপ্তানির তালিকায় শীর্ষ ১০ গ্রাহকদের মধ্যে একটি ইসরায়েল।