ইসরায়েলের বিরুদ্ধে সান ফ্রান্সিসকোতে বিক্ষোভ

3

গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরোধিতা ও দেশটিতে মার্কিন সামরিক সহযোগিতা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে বিক্ষোভ করেছেন কয়েক শ’ প্রতিবাদকারী। বিক্ষোভের সময় তারা সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টার্মিনাল বন্ধ করে দেন। বুধবার (১৩ মার্চ) তারা এই বিক্ষোভ হয়। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।
বিক্ষোভের ফুটেজে দেখা গেছে, বিক্ষোভকারীরা গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, গাজায় যুদ্ধ বন্ধ ও ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করা দাবিতে লেখা ব্যানার বহন করছিলেন। বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক টার্মিনাল চালু ছিল। কিন্তু বিক্ষোভের কারণে যাত্রীদের বিকল্প পথ ব্যবহার করতে হয়েছে। বিক্ষোভকারীরা বিমানবন্দরের বাইরের সড়ক অবরোধ করে স্লোগান দেন। টার্মিনালে প্রবেশ করতে চাওয়া যাত্রীদের গাড়ি রেখে এয়ার ট্রেন টার্মিনাল ব্যবহার করতে বলা হয়। বিক্ষোভের কারণে কোনও ফ্লাইটে বিলম্বের খবর পাওয়া যায়নি।