ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে পাকিস্তান সরকার: ইমরান

13

 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকার ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে বলে অভিযোগ করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, গতকাল রবিবার খাইবার পাখতুনখাওয়ার চরসাদ্দায় পিটিআই দলের কর্মী সম্মেলনে এই অভিযোগ করেন ইমরান খান।
সম্মেলনে ইমরান খান বলেন, কাশ্মীরের জনগণকে বিক্রি করে দিতে এই সরকার ভারতের সঙ্গে চুক্তি করবে। আরও খারাপ যেটা হতে যাচ্ছে, তা হলো তারা ইসরায়েলকেও স্বীকৃতি দিতে যাচ্ছে। ইমরান বলেন, ‘আমরা এসব চোর ও আমেরিকার দাসদের মেনে নেব না। যারা দেশকে লুট করেছে, তাদের বিরুদ্ধে তার দল প্রকৃত মুক্তির লড়াই চালিয়ে যাচ্ছে।’ ‘আমি যতক্ষণ বেঁচে আছি, এই চোরদের বিরুদ্ধে আমার সংগ্রাম ও জিহাদের ইতি টানব না।’