ইসকনের রথযাত্রা মহোৎসব আজ

60

আজ থেকে ৯ দিনব্যাপি আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন), ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে ভগবান শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উদ্যাপিত হবে। ভোরে মঙ্গল আরতির মধ্য দিয়ে গুরুপূজা, ভাগবত পাঠ, ভজন-কীর্তন সহ দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্য দিয়ে রথযাত্রা উদযাপিত হবে। বিকাল ৩টায় প্রবর্তক মোড় হতে জগন্নাথদেবের রথযাত্রার মহাশোভাযাত্রা শুরু হবে। আশীর্বাদক থাকবেন ভারতের শ্রীধাম বৃন্দাবন থেকে আগত ইসকনের সন্ন্যাসী শ্রীমৎ ভক্তিআশ্রয় বৈষ্ণব স্বামী মহারাজ।
মহাশোভাযাত্রায় প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং মহাশোভাযাত্রা উদ্বোধন করবেন ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী। রথযাত্রার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রবর্তক সংঘের সাধারণ সম্পাদক তিনকড়ি চক্রবর্তী এবং পৌরহিত্য করবেন ইস্কন প্রবর্তক মন্দিরের মুকুটমণি শ্রীপাদ লীলারাজ গৌর দাস ব্রহ্মচারী।
ইস্কন নন্দনকানন আয়োজিত ২২তম রথযাত্রা মহোৎসব নগরীর ডিসি হিলে অনুষ্ঠিত হবে। রাধামাধব মন্দিরের সামনে ডিসি হিল প্রাঙ্গণ হতে মহাশোভাযাত্রা বিকাল ৩টায় শুরু হবে। ৭ দিনব্যাপী জে এম সেন হলে ভাগবত সপ্তাহ পালন হবে। ৪ জুলাই হতে ১২ জুলাই পর্যন্ত ৯ দিনব্যাপি অনুষ্ঠানমালার সূচনা করবেন শ্রীমৎ অমিয় বিলাস স্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি নিত্যানন্দ স্বামী মহারাজ, শ্রীপাদ রোহিত দাস। বিজ্ঞপ্তি