ইরানের ১৫০ শহরে নতুন করে লকডাউন

24

করোনা অতিমারির প্রকোপ বাড়ায় ইরানের তেহরানসহ ১৫০টি শহরে নতুন করে লকডাউন আরোপ করেছে দেশটির সরকার। আগামী শনিবার থেকে এই লকডাউন কার্যকর হবে। খবর ইরান প্রেস।
সংবাদ মাধ্যমটি জানিয়েছে গেল মঙ্গলবার দেশটির করোনা ভাইরাস মোকাবিলার জন্য জাতীয় টাস্ক ফোর্সের শেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। একই দিনে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিটের উদ্বোধন করেছে ইরান সরকার। এই কিটের সাহায্যে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে করোনা রোগী শনাক্ত করা সম্ভব হবে। ব্যাপক সংখ্যায় এই কিট উৎপাদনের কাজও শুরু করেছে দেশটি। এ নিয়ে করোনা মোকাবিলা বিষয়ক টাস্কফোর্সের প্রধান আলি রেজা দাবি করেন, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট তৈরির মাধ্যমে ইরান বিশ্বের শীর্ষ পাঁচ দেশের তালিকায় স্থান করে নিয়েছে।