ইরানের মিসাইল পরীক্ষা

13

 

ইরানের রেভল্যুশনারি গার্ড মঙ্গলবার সামরিক মহড়ায় সফলভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। সংস্থাটির ওয়েবসাইট এমন খবর প্রকাশ করেছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল ইরান। মঙ্গলবার পারস্য উপসাগরে ইরানের রেভল্যুশনারি গার্ড ব্যালাস্টিক ও ক্রুজ মিসাইল পরীক্ষা করে। পাঁচদিনের এই মহড়া শুরু হয় গেল সোমবার।আইআরজিসির ওয়েবসাইটে বলা হয়েছে, যে কোন ধরনের আক্রমণের বিরুদ্ধে ইরানের সামরিক বাহিনীর প্রতিরক্ষা প্রস্তুতি কেমন তা দেখাই ছিল এই মহড়ার উদ্দেশ্য। গার্ড প্রধান জেনারেল হোসেইন সালামি একটি টিভি চ্যানেলকে বলেন, ‘রেভল্যুশনারি গার্ডের নৌবাহিনীর ব্যালাস্টিক মিসাইলের ব্যবহার একটি নতুন ঘটনা। আর তারা শতভাগ নির্ভুলভাবে লক্ষ্যভেদ করতে পারে।’ স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, মহড়ায় একসাথে পাঁচটি ক্রুজ মিসাইল ছোঁড়া হয়েছে। এসব মিসাইল ২২০০ কিলোমিটার বা ১২০০ মাইল দূরের লক্ষ্যে আঘাত হানতে পারে। এছাড়া অস্ত্রসজ্জিত ড্রোন ওড়ানো হয়েছে যা একসঙ্গে দু’টো লক্ষ্যে হামলা করতে পারে।