ইরানের বিরুদ্ধে কাজ করছে ইসরায়েল: নেতানিয়াহু

4

চলতি সপ্তাহে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি জেনারেলদের হত্যার পর তেহরানের সম্ভাব্য পাল্টা হামলা মোকাবেলার প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, “যারাই আমাদের ক্ষতি করছে বা ক্ষতি করার পরিকল্পনা করছে ইসরায়েল তাদের ক্ষতি করবে।” ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার হুমকির মুখে ইসরায়েলের সশস্ত্র বাহিনী তাদের যুদ্ধ ইউনিটগুলোর সব ধরনের ছুটি বাতিল করেছে। এর আগেরদিন তারা জানায়, আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলোতে সেনা সংখ্যা বৃদ্ধি করে হামলা মোকাবেলার প্রস্তুতি নিয়েছে তারা। গত ছয় মাস ধরে ইসরায়েলি বাহিনী গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও লেবানন সীমান্তে ইরানপন্থি হিজবুল্লাহর সঙ্গে লড়াই করে আসছে।
সোমবার দামেস্কের ইরানি দূতাবাস কম্পাউন্ডে চালানো এক বিমান হামলায় দুই ইরানি জেনারেলসহ অন্তত সাতজন নিহত হয়। এ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে এর ‘উপযুক্ত জবাব’ দেওয়ার প্রত্যয় জানিয়েছে ইরান। ইসরায়েলে ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা হলে মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে অনামা ইরানি কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, যুদ্ধ ছড়িয়ে পড়া এড়াতে তেহরান ভেবেচিন্তে জবাব দেবে।