ইরানের পারমাণবিক স্থাপনায় আগুন

30

ইরানের ভূগর্ভস্থ এক পারমাণবিক স্থাপনায় আগুন লেগেছে। সে দেশের কর্মকর্তাদের সূত্রে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তেহরানের দক্ষিণাঞ্চলের ইসফাহান প্রদেশের ভূগর্ভস্থ নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় ওই অগ্নিকান্ড হয়। তবে এতে কেউ হতাহত হয়নি এবং স্থাপনার কর্মকান্ড অব্যাহত রয়েছে। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা ইরানে যে কয়েকটি পারমাণবিক স্থাপনা নজরদারিতে রেখেছে নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা সেগুলোর অন্যতম। এক লাখ বর্গমিটার এলাকাজুড়ে ৮ মিটার ভূগর্ভস্থ এই স্থাপনার অবস্থান রাজধানী থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে। প্রাথমিকভাবে আগুনের তথ্য নিশ্চিত করেছে ইরানের আণবিক শক্তি সংস্থা। সংস্থাটির মুখপাত্র বেহরুজ কামালবন্দি দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে বলেছেন, পারমাণবিক ওই স্থাপনায় কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়নি। স্থাপনাটির কার্যক্রম স্বাভাবিক রয়েছে। নাতাঞ্জ শহরের গভর্নর রমজান আলী ফেরদৌসি জানান, অগ্নিনির্বাপন কর্মীদের পাঠানো হয়েছে। তবে অগ্নিকান্ডের কারণ সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য তিনি দিতে পারেননি তিনি।