ইরানের পরমাণু সমঝোতা নিয়ে চুক্তি সম্ভব: রাশিয়া

6

 

ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বিষয়ক আলোচনা শুরুর জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুকূল পরিবেশ বিরাজ করছে। এ আলোচনা থেকে ফল বেরিয়ে আসার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এমন মন্তব্য করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি এবং পরমাণু সমঝোতা বিষয়ক আলোচনায় রুশ প্রতিনিধি দলের প্রধান মিখাইলি উলিয়ানভ। সোমবার রুশ বার্তা সংস্থা রিয়ানোভসতিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেন মিখাইলি উলিয়ানভ। তিনি বলেন, ভিয়েনা বৈঠকে পরমাণু সমঝোতায় পুরোপুরি ফিরে যাওয়ার ব্যাপারে সব পক্ষ আন্তরিকতা দেখালে এই বৈঠকেই একটি সফল চুক্তি স্বাক্ষর করা সম্ভব।
এদিন টুইটারে দেওয়া পোস্টেও ভিয়েনা সংলাপ নিয়ে কথা বলেন এই রুশ কূটনীতিক। টুইটে তিনি বলেন, ভিয়েনা সংলাপে অংশ নিতে ইরান একটি বড় ও শক্তিশালী প্রতিনিধি দল নিয়ে এসেছে। এখান থেকেই এই সংলাপের প্রতি তেহরানের আন্তরিকতার প্রমাণ পাওয়া যায়।