ইরানি বিজ্ঞানীকে ‘দূর-নিয়ন্ত্রিত অস্ত্র’ দিয়ে হত্যা করা হয়েছে

53

ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে ‘দূর নিয়ন্ত্রিত’ অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে বলে বিশ্বাস ইরানি কর্মকর্তাদের। গত শুক্রবার মোহসেনকে হত্যা করা হয়। ইরানের ধারণা, ইসরায়েল এবং নির্বাসিত একটি ইরানি বিরোধীদল দূর-নিয়ন্ত্রিত অস্ত্র দিয়ে তাকে হত্যা করেছে। ইসরায়েল এখন পর্যন্ত ইরানের এই অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করেনি। সোমবার রাজধানী তেহরানের উত্তরাংশের একটি কবরস্থানে মোহসেনের দাফন সম্পন্ন হয়। তার আগে ইরানের প্রতিরক্ষামন্ত্রণালয়ে মোহসেনের জানাযা অনুষ্ঠিত হয়। কোভিড-১৯ মহামারীর কারণে জানাযায় শুধু নির্দিষ্ট কয়েকজন ব্যক্তিই উপস্থিত ছিলেন। তাদের মধ্যে সামরিক বাহিনীর বেশ কয়েক ডজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও মোহসেনের পরিবারের সদস্যরা ছিলেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এক বক্তৃতায় ইরানের নিরাপত্তা প্রধান আলি শামখানি বলেন, ‘‘হামলাকারীরা বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করেছে। তারা হত্যাকান্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল না।”এ বিষয়ে তিনি আর কোনও তথ্য দেননি বলে জানিয়েছে বিবিসি। প্রাথমিকভাবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল, কয়েকজন বন্দুকধারী মোহসেনের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে। মোহসেন গত শুক্রবার তেহরানের কাছে একটি মহাসড়কে চোরাগোপ্তা হামলার শিকার হন।