ইরানকে পারমাণবিক আলোচনায় ফেরার তাগিদ যুক্তরাষ্ট্রের

0

পারমাণবিক চুক্তি পুনরায় কার্যকর করতে ভিয়েনার আলোচনায় ফিরতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ওই আলোচনা ফের শুরু হওয়া ইরানের ওপর নির্ভর করছে বলে জানিয়েছে ওয়াশিংটন। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস বলেন, তেহরান সম্মতি দিলেই আলোচনা চালিয়ে যেতে চায় ওয়াশিংটন। তিনি জোর দিয়ে বলেন সংকট নিরসনের কূটনৈতিক পথ এখনও খোলা। ইরানের রক্ষণশীল প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নির্বাচিত হওয়ার কয়েক দিন পর গত জুন থেকেই স্থগিত হয়ে আছে ভিয়েনার আলোচনা।
মার্কিন মুখপাত্র নেড প্রাইস বলেন, ‘আমরা খুবই স্পষ্ট করেছি যে আমরা ভিয়েনায় ফিরতে প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম তখনই যখন আলোচনার জন্য আমাদের কোনও সহযোগী থাকবে।’ জয়েন্ট কম্প্রিহেনসিভ প্লান অব অ্যাকশসন (জেসিপিওএ) নামে ২০১৫ সালে স্বাক্ষরিত বহুপাক্ষিক চুক্তি অনুযায়ী আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরান পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে পারে। তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই চুক্তি থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওই চুক্তিকে ফের সক্রিয় করতে চান। কিন্তু অস্ট্রিয়ার রাজধানীতে ছয় দফা পরোক্ষ আলোচনায় ওই চুক্তি পুনরায় কার্যকরের পথ খুজেঁ পাওয়া যায়নি।