ইরাকে প্রধানমন্ত্রীর পদত্যাগ চান শিয়া নেতারা

26

ইরাকের জনগণের স্বার্থ রক্ষা ও তাদের প্রধানমন্ত্রী আবদুল মাহদিকে অপসারণে সম্মত হয়েছেন দেশটির শিয়া ধর্মীয় নেতা মুকতাদা আল সদর ও আল আমিরি। মঙ্গলবার যৌথ এক বিবৃতিতে বলা হয়, তীব্র আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রী পদত্যাগে অস্বীকৃতি জানানোর পর তার অপসারণের বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন ওই দুই নেতা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।কর্মসংস্থান সংকট, নিম্নমানের সরকারি সেবা এবং দুর্নীতির বিরুদ্ধে অক্টোবরের শুরু থেকে বাগদাদের রাজপথে নামেন হাজার হাজার বিক্ষোভকারী। বিক্ষোভে এখন পর্যন্ত ২৫০ জন নিহত হওয়ার খবর জানা গেছে। হতাহতের ঘটনায় পার্লামেন্টের বড় জোটের নেতা মুকতাদা আল সদর প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহবান জানান।