ইমাম রাব্বানী মোজাদ্দেদ আলফেসানীর ওরশ শরীফ

0

 

হযরত ইমাম রাব্বানী মোজাদ্দেদ্ আলফেসানী আবুল বরকত বদরুদ্দিন শায়খ আহমদ ফারুকী সেরহিন্দী (র.) বার্ষিক ওরশ শরীফে সভাপতির বক্তব্যে পীরে তরিকত হাফেজ মাওলানা সৈয়দ মুহাম্মদ ইসহাক নকশ্বন্দী মোজাদ্দেদী (মজিআ) বলেন, মোঘল স¤্রাট আকবর ও পরবর্তীতে তার পুত্র স¤্রাট জাহাঙ্গীর দীর্ঘ ক্ষমতার আত্মগর্বে বলিয়ান হয়ে ইসলাম ধর্মকে ধ্বংস করার নিমিত্তে তথাকথিত দ্বীন-ই-ইলাহী নামক ধর্ম প্রতিষ্ঠিত করে অনৈতিক অসামাজিক অবৈধ সকল কাজসমূহকে বৈধতা দেওয়ার কারণে সমাজের মধ্যে খুনাখুনি ও অন্তঃকলহের সৃষ্টি হয়েছিল। ইমাম রব্বানী মোজাদ্দেদ্ আলফেসানী (র.)’র এর যোগ্য নেতৃত্বে দীর্ঘ আন্দোলনের ফলে তথাকথিত দ্বীনি ইলাহী ধর্মের মূলোৎপাঠন হয়। সম্রাট জাহাঙ্গীর হেদায়েতের পথে আসেন এবং বিশ্বজাহানে ইসলাম পুনরুজ্জীবিত হয়। রাসূলে করীম (সা.) এর ভবিষ্যদ্বাণী মোতাবেক মোজাদ্দেদ আল ফেসানী (র.) এর জন্ম হয়। ইসলামের বিভিন্ন ভাবধারাকে তিনি এক স্রোতে নিয়ে আসেন। সিলসিলায়ে তরিকায়ে নকশ্বন্দীয়া মোজাদ্দেদীয়া রহমানিয়া দরবার শরীফের ব্যবস্থাপনায় গত ৬ অক্টোবর ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ডস্থ মোল্লাপাড়া হযরত শাহ্ সুফী মুফতি মাওলানা সৈয়দ আমিনুর রহমান নকশ্বন্দী মোজাদ্দেদী (র.) এর মাজার প্রাঙ্গণে ওরস-উত্তর মাহফিলে আরো বক্তব্য দেন দরবারে ছাহেবজাদা সৈয়দ মো. আবুল কাশেম, ডা. সৈয়দ মো. কামাল উদ্দিন ইউসুফ, বিএফ শাহীন কলেজের প্রভাষক হযরত মাওলানা মোরশেদুল আলম আনোয়ারী, বন্দর থানা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মাওলানা আবু তাহের আল কাদেরী, কদম রসুল গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রভাষক মাওলানা সাদ্দাম হোসেন আল কাদেরী, গাছবাড়িয়া ইসলামীয়া মাদ্রাসার প্রভাষক মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, চৌধুরী পাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ফরহাদ আমিন, হাফেজ মাওলানা আহসানুল আমীন রাহাত মোজাদ্দেদি, হাফেজ মো. শরীফুল আমীন ও প্রমুখ। মাহফিলে দেশ ও মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি