ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট দরিদ্রতা কমাতে পারে

295

প্রধানমন্ত্রী কর্তৃক দেশের সকল ইমাম ও মুয়াজ্জিনের কল্যানার্থে সংসদে আইন পাশ করে ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। এর আওতায় ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে গত ৭ ফেব্রæয়ারি বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের ২০১৭-১৮ সালের সুদমুক্ত ঋণ ও এককালীন আর্থিক সাহায্য বিতরণ অনুষ্ঠান ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগ-এর পরিচালক ও ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট, জেলা কমিটির সদস্য-সচিব আবুল হায়াত মুহাম্মদ তারেক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাষ্ট, জেলা কমিটির সভাপতি মোহাম্মদ ইলিয়াস হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ মুনিরুজ্জামান।
প্রধান অতিথি বলেন- ইমাম ও মুয়াজ্জিনগণ সমাজের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। বর্তমান সরকার তাঁদেরকে স্বাবলম্বী ও আর্থ-সামাজিক উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত করার জন্য ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সুদমুক্ত ঋণ ও এককালীন আর্থিক অনুদান প্রদানের ব্যবস্থা করেছেন। এ-অর্থ যথাযথ ব্যবহার করে দারিদ্রতা কমানো সম্ভব। সভাপতি আবুল হায়াত মুহাম্মদ তারেক বলেন- মাসিক মাত্র ১০টাকা হারে চাঁদা প্রদানের মাধ্যমে ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট এর সদস্য হওয়া যায়। তিনি ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টে এখনো যারা সদস্য হননি তাদেরকে শীঘই্র ট্রাস্টের সদস্যভুক্ত হয়ে সরকার প্রদত্ত সুযোগ-সুবিধা ভোগ করার আহবান জানান। তিনি আরও জানান আজ ২০১৭-১৮ অর্থ বছরের মহানগরসহ ১৪টি উপজেলার প্রতি উপজেলার ০২ (দুই) জন করে প্রতিজনকে ১২ হাজার টাকা করে মোট ৩০ জন ইমাম ও মুয়াজ্জিনকে ৩ লক্ষ ৬০ হাজার টাকা সুদমুক্ত ঋণ ও মহানগরসহ প্রতি উপজেলায় ৪ জন করে মোট ৬০ জনকে ইমাম ও মুয়াজ্জিনকে ৫ হাজার টাকা করে মোট ৩ লক্ষ) টাকা এককালীন আর্থিক সাহায্যসহ সর্বমোট ৬ লক্ষ ৬০ ষাট হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। শেষে প্রধান অতিথি ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে সুদমুক্ত ঋণ ও এককালীন আর্থিক সাহায্যের চেক বিতরণ করেন। খবর বিজ্ঞপ্তির