ইমাম-মুয়াজ্জিনদের প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানের চেক বিতরণ

24

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া লোহাগাড়া) আসনের সংসদ সদস্য, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির ঐকান্তিক প্রচেষ্টায় সাতকানিয়া উপজেলার ৬৯২টি এবং লোহাগাড়া উপজেলার ৩৯১টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানের (প্রত্যেককে ৫ হাজার টাকা) চেক বিতরণ করা হয় গত ৮ জুন। ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সংসদ সদস্য এ চেক বিতরণ কার্যক্রমের সূচনা করেন। ৮ জুন সোমবার যথাক্রমে সকাল ১০টা ও ১২টায় সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা মিলনায়তনের সামনে ড. আবু রেজা নদভী এমপি’র পক্ষে ইমাম-মুয়াজ্জিনদের এসব চেক বিতরণ করেন সাংসদের একান্ত সচিব ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান এরফানুল করিম চৌধুরী। সাতকানিয়ায় বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর এ আলম, সহকারী কমিশনার (ভূমি) আল-বশিরুল ইসলাম, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল কবির, সাতকানিয়া-লোহাগাড়ার ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয়কারী মোহাম্মদ আব্দুর রউফ, উপজেলা যুবলীগের সদস্য এটিএম সাইফুল ইসলাম, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন বেলাল, ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ মিজান প্রমুখ। দুপুর ১২টায় লোহাগাড়া উপজেলা মিলনায়তনে চেক বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসাইন মাহমুদ, উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আরমান বাবু রোমেল প্রমুখ। ইমাম-মুয়াজ্জিন ছাড়াও এমপি ড. নদভীর সুপারিশক্রমে জেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক সাতকানিয়া লোহাগাড়ার বিভিন্ন ক্যান্সার, জন্মগত হৃদরোগীসহ জটিল রোগীর চিকিৎসার চেকও হস্তান্তর করা হয়। বিজ্ঞপ্তি