ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি প্রণোদনা দাবি

52

বর্তমান করোনা পরিস্থিতে শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফ এবং ইমাম, মুয়াজ্জিন ও পবিত্র কোরআনের হাফেজদের জন্য সরকারী বিশেষ প্রণোদনার দাবীতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের পূর্ব ঘোষিত ফেসবুক ইভেন্টের মাধ্যমে অনলাইন মানববন্ধন কর্মসূচি সারা দেশে একযোগে পালিত হয়। গত ২ মে দুপুর ১২.৩০ মিনিট হতে ৩ মে দুপুর ১২.৩০ পর্যন্ত অনলাইনে এ মানববন্ধন চলে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্লে কার্ড হাতে ফেসবুকে ছবি আপলোড দিয়ে এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এছাড়াও দেশের বাইরে অনেক প্রবাসীরাও এতে অংশ নেন। এ প্রসঙ্গে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জি এম শাহাদত হোসাইন মানিক বলেন, শিক্ষার্থীরা টিউশন, কোচিং বা পার্ট টাইম চাকরির আয় দিয়েই কোনরকমে মেস ভাড়াসহ নিজেদের পড়াশুনার খরচ চালায়।
করোনার বিস্তার ঠেকাতে লকডাউনের আদলে সাধারণ ছুটির কারণে শিক্ষার্থী আয়-উপার্জনের সব পথ বন্ধ। তাই মানবিক বিবেচনায় শিক্ষার্থীদের ঘর ভাড়া মওকুফ করার দাবি জানান তিনি। ছাত্রসেনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইমরান হুসাইন তুষায় বলেন, দেশের সকল মসজিদে পাচঁ ওয়াক্ত নামাজ পড়ান ইমাম সাহেবরা। আর নামাজের আগেই সময় মেনে আজান ও ইকামত দেন মুয়াজ্জিনগণ। ধর্মীয় হিসেবে তাদের মর্যাদা অনেক হলেও বাস্তবতায় বেতন পান অল্প। দায়িত্ব পালনের পাশাপাশি কিছু ধর্মীয় সেবার মাধ্যমে বাড়তি উপার্জন করে সংসার চালায় ইমাম ও মুয়াজ্জিনগণ। বর্তমান করোনা পরিস্থিতি সব বন্ধ হয়ে যাওয়ায় সংসারে টানাপোড়ন সৃষ্টি হয়েছে তাদের। অন্যদিকে এ মাসে মুসলিম উম্মাহ তারাবীহ্র নামাযের মাধ্যমে কুরআনের খতম আদায় করেন। কিন্তু করোনা ক্রান্তিকালে দেশের মসজিদগুলোতে ইবাদত-বন্দেগীতে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কমসংখ্যক মুসল্লি নিয়ে পবিত্র তারাবীহর নামায আদায় হবে। স্বাভাবিক সময়ে পবিত্র রমযানে হাফেজে কোরআনদের বিশেষ সম্মানী প্রদান করা হতো। এবার যেহেতু এর ব্যতয় ঘটছে তাই মুসলমানদের মহাগ্রন্থ কোরআনুল কারীমের প্রতি সম্মানার্থে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ইমাম, মুয়াজ্জিন এবং হাফেজে কোরআনদের বিশেষ প্রণোদনা প্রদানের জোর দাবী জানান তিনি। ছাত্রসেনার কেন্দ্রীয় গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী বলেন, অনলাইন এ মানববন্ধনে আমরা ব্যাপক সাড়া পেয়েছি, আশাকরছি সরকার এই ব্যাপারটি বিবেচনা করে দাবী পূরণে যথাযথ ব্যবস্থা নিবেন। বিজ্ঞপ্তি