‘ইমরুল আপ টু দ্য মার্ক না’

11

 

বিপিএল শেষ হতেই মাঠে গড়াবে আফগানিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ। যার জন্য জাতীয় দলের নির্বাচকরা এখনও দল ঘোষণা করেননি। এই কাজটির জন্য বিপিএলকে ‘পাখির চোখে’ রেখেছেন তারা। ঢাকায় শেষ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ইমরুল কায়েস ৮১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন। ওই ইনিংসের পর সংবাদ মাধ্যম জানতে চেয়েছিল, ইমরুলকে আফগানিস্তান সিরিজে বিবেচনা করা হবে কিনা। জবাবে নির্বাচক আব্দুর রাজ্জাক স্পষ্টভাবেই বলে দিয়েছেন, ‘ইমরুল আপ টু দ্য মার্ক না।’ ও গত ম্যাচটা ভালো খেলেছে; পারফরম্যান্স করছে এটা বললে ঠিক হবে না। ও কিন্তু অনেকদিন ভালো খেলেনি। ন্যাশনাল লিগ থেকে যদি চিন্তা করেন, তাহলে কিন্তু আপ টু দ্য মার্ক না। আমি ওকে দোষ দিচ্ছি না। কারণ, খেলোয়াড়দের ভালো সময়, খারাপ সময় থাকবেই। তবে গত ম্যাচে খুব ভালো খেলেছে।’