ইমন-দীপুর সেঞ্চুরিতে জয় প্রাইম ব্যাংকের, জিতেছে আবাহনীও

7

স্পোর্টস ডেস্ক

তামিম ইকবাল ট্রাফিক জ্যামে আটকে থাকায় পারভেজ হোসেন ইমনের সঙ্গে ইনিংস উদ্বোধন করলেন শাহাদাৎ হোসেন দীপু। তারা দুজনই পেলেন সেঞ্চুরি। বিশাল রান সংগ্রহের পর সহজ জয় পেয়েছে তাদের দল। এদিকে প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি হাঁকানোর পর দ্বিতীয়টিতেও আলো ছড়িয়েছেন আবাহনীর সাব্বির হোসেন, তার দলও পেয়েছে বড় জয়। বিকেএসপির চার নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নকে ১৬৫ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক। তবে তাকে ছাড়াই দারুণ শুরু পায় প্রাইম ব্যাংক। ২৪৬ রানের উদ্বোধনী জুটি গড়ার পথে পারভেজ হোসেন ইমন ও শাহাদাৎ হোসেন দীপু পেয়েছেন সেঞ্চুরির দেখা।
২০১৯ সালে আবাহনী লিমিটেডের হয়ে সৌম্য সরকার ও জহুরুল ইসলামের ৩১২ ও ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচে তামিম ইকবাল ও লিটন কুমার দাস ২৯২ রানের জুটি গড়েন। এরপরই তৃতীয় সর্বোচ্চ রানের জুটিটি গতকাল গড়লেন দীপু ও ইমন। ১০ চার ও ৪ ছক্কায় ১১১ বলে ১১৯ রান করেন দীপু, ৯ চার ৮ ছক্কায় ১২৯ বলে ১৫১ রান আসে ইমনের ব্যাট থেকে। তিনে নেমে ১৫ বলে ১৬ রান করেন তামিম ইকবাল। ৪ উইকেটে ৩৮০ রানে থামে প্রাইম ব্যাংকের ইনিংস। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২১৫ রানের বেশি করতে পারেনি ব্রাদার্স। এদিকে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে খান সাহেব ওসমানি স্টেডিয়ামে গাজী টায়ার্সকে ১৪৬ রানে হারিয়েছে আবাহনী। শুরুতে ব্যাট করে ৫০ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ৩৪৩ রান করে। পরে বৃষ্টির কারণে ৪০ ওভারে গাজী টায়ার্সের লক্ষ্য দাঁড়ায় ৩১০ রান, ৯ উইকেটে ১৬৩ রানের বেশি করতে পারেনি তারা। আগের ম্যাচে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন আবাহনীর সাব্বির হোসেন। এদিন ১০ চার ও ৪ ছক্কায় ৮০ বলে ৯৮ রান করেন তিনি। এছাড়া ১০৫ বলে মাহমুদুল হাসান জয় ৭৩ রান করেন। শেষদিকে নেমে জাকের আলী অনিক ৩ চার ৫ ছক্কায় ৪৮ বলে ৭৬ রান করেন। এই রান তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৬৩ রান করে গাজী গ্রæপ ক্রিকেটার্স।