ইভটিজিংয়ে বাধা দেয়ায় শিক্ষার্থীর উপর হামলা

9

আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় ইভটিজিংয়ে বাধা দেয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর উপর হামলার ঘটনা ঘটেছে। গত সোমবার দুপুরে উপজেলার পূর্ব বরৈয়া টিএমসি উচ্চ বিদ্যালয়ের মো. হাবিব(১৫) নামে দশম শ্রেণির এই শিক্ষার্থীর উপর হামলা করা হয়। গতকাল মঙ্গলবার হামলাকারীদের বিচারের দাবিতে মিছিল করেছেন স্থানীয়রা। ঘটনার পর ১৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হল- স্থানীয় মো. উমর(৩৫), মো. মামুন(২৫), মো. হালিম(২৩), মো. সৌরভ(২৪), মো. রাকিব(২৩), মো. সাকিব(২২), সালাউদ্দিন(২৬), বেলাল উদ্দিন(২৪), ইয়ার মোহাম্মদ(২১), জামাল হোসেন(২২), জামশেদ(২৩), সাকিব আল হাসান(২০), নুর মোহাম্মদ(২০), শাহেদ হোসেন(১৯) ও ইউসুফ(২০)। অভিযুক্তদের সবার বাড়ি বটতলী ইউনিয়নের পূর্ব বরৈয়া এলাকায়।
আহত হাবিবকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা বিদ্যালয় ছুটির পর সড়কে দাঁড়িয়ে পূর্ব বরৈয়া টিএমসি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের অশ্নীল ইঙ্গিত ও ইভটিজিং করলে হাবিবসহ কয়েকজন শিক্ষার্থী প্রতিবাদ করে। এর সূত্র ধরে সোমবার বিদ্যালয় ছুটির পর সহপাঠিদের সাথে বাড়ি ফেরার পথে হাবিবের উপর হামলা চালায় অভিযুক্তরা। পরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
আনোয়ারা থানার ওসি এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, পূর্ব বরৈয়া টিএমসি উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।