ইফতার-সেহেরিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমান

10

 

বিদ্যুৎ,গ্যাস,জ্বালানি ও পবিত্র রমজান মাসের আগেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার সকাল এগারটায় নগরীর কাজীরদেউড়ি মোড়ে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরীর নেতৃত্বে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে। গণসংযোগ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মুরাদ চৌধুরী বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির কারণে জণগণের নাভিশ্বাস উঠে গেছে,পবিত্র রমজান মাসে পৃথিবীর সকল মুসলিম দেশে ইফতার ও সেহেরি সামগ্রীর দাম কমলেও বাংলাদেশের বাজার অস্থির থাকে, সরকার দলীয় অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট সহ রাষ্ট্রীয় অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। ইফতার-সেহেরীসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমান। এসময়ে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এইচ এম নুরুল হুদা, ফজলুল করিম চৌধুরী, শাকিল চৌধুরী, নাজিম উদ্দীন আকবর, এম শাহজান শাহিল, মনিরুল ইসলাম মাহি, হাসান চৌধুরী দিপু, কাজী লোকমান, একে সাইফুল আমিন, মো. মাহিন, আমিন রসুল সহ নেতৃবৃন্দ।