ইফতার মাহফিল

14

লামা:
সাংবাদিকদের সম্মানে বান্দরবানের লামা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার প্রেসক্লাবে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা মোস্তফা জাবেদ কায়সার, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) কাজী আতিকুর রহমান, ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিল্কি রানী দাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদ, সহকারি বন সংরক্ষক খন্দকার মো. গিয়াস উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. মাহফুজুল হক, সদর রেঞ্জার আতিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ প্রমুখ। এতে উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকা ও টেলিভিশন সাংবাদিকরা অংশগ্রহণ করেন। লামা প্রেসক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়–য়ার সভাপতিত্বে রমজান শীর্ষক আলোচনা ও মোনাজাত পরিচালনা করেন কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা আজিজুল হক।

বোয়ালখালী:
বোয়ালখালীতে বিএনপির ইফতার মাহফিলে বক্তারা বলেছেন, এ সরকারের উপর জনগণের আস্থা উঠে গেছে। তাই এ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের কোনো বিকল্প নাই। গত শনিবার বোয়ালখালী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে পৌর সদরের মীরপাড়ায় আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন। বক্তব্যে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, তিনদিন আগে একটি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলের জন্য অনুমতি নেওয়ার পরও ইফতার মাহফিল করতে দেয়নি। বিএনপিকে সরকার ভয় পায় বলেই পদে পদে বাধা সৃষ্টি করছে। বক্তারা বলেন, পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস। অথচ এ মাসেই দ্রব্যমূল্যের অস্বাভাবিক উর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠছে। নিয়ন্ত্রণের কোনো বালাই নেই। তাই এ সরকারকে বিদায় করে একটি গণতান্ত্রিক সরকার গঠন করতে হবে। এ সময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মুনাজাত করা হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাবেক ছাত্র নেতা শওকত আলমের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সদস্য মো. এরশাদ উল্লাহ। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাবেক চেয়ারম্যান মো. আজিজুল হক। দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য এম জসিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মো. ইউনুস, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর, স্বপন কুমার শীল ও মাহমুদুর রহমান বাচ্চু।