ইফতার মাহফিল ও আলোচনা সভা

242

বান্দরবান উন্নয়ন বোর্ড : বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। বান্দরবানের হিলভিউ কনভেনশান হলে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মো. আব্দুল আজিজ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, সহকারী প্রকৌশলী মো. এরশাদসহ সরকারি বেসরকারি কর্মকর্তারা। এসময় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং ইফতার পর্বে অংশ নেয় আগত অতিথিরা।

হাটহাজারী উপজেলা বিএনপি : গত ২৫ মে হাটহাজারী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত শহীদ জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এসএম ফজলুল হক এসব কথা বলেন। হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম-আহŸায়ক মাহবুবুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান আলোচক ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। ইলিয়াস আলী ও রায়হান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, মাওলানা মীর কাসেম, আলহাজ নুরন্নবী তালুকদার, মোহাম্মদ ইউসুফ, ফারুক ই আজম, শফিউল হাসান, আলহাজ্ব জাকের চেয়ারম্যান, মো. ইসমাঈল, এড. মো. ফরিদ, এম. খায়রুন্নবী, মো, ইউছুপ, শফিউল আলম মাস্টার, শফিজ্জামান, মজিবুল হক বাবুল ও হারুণ ডিলার। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন একরাম হোসেন চৌধুরী সেলিম, ইলিয়াছ চৌধুরী, জসিম উদ্দিন সিকদার, ছৈয়দ মেম্বার, এয়ার মোহাম্মদ, আবদুল মাবুদ শিমুল, নাজিম উদ্দিন, লোকমান চৌধুরী, ফোরকান চৌধুরী, রেজাউল করিম বাবু, এরশাদ উদ্দিন, শফিউল আজম, জিয়াউদ্দিন মিজান, হোসেন, কিবরিয়া, রনি, রহমত, সাজিম, বাবু, আনিস, ইকবাল সাদি, মোরশেদ, ইকবাল, সাজ্জাদ, পিয়াল, রাসেল, কায়েসসহ জেলা থানা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


চন্দনাইশ
চন্দনাইশ উপজেলা গাউছিয়া কমিটি : চন্দনাইশ উপজেলা গাউছিয়া কমিটির উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাওলানা আবদুল গফুর খানের সভাপতিত্বে মাহফিলে প্রধান মেহমান ছিলেন দক্ষিণ জেলা গাউছিয়া কমিটির সভাপতি আলহাজ কমরুদ্দীন ছবুর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী ও প্রফেসর আবদুল মান্নান। এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা ফেরদৌসুল ইসলাম আল কাদেরী, মাওলানা আবুল কাশেম আনসারী, মাওলানা মোর্শেদুল আলম, মো. হারুনুর রশিদ, এড. মোজাম্মেল হক তালুকদার, আমির হোসেন, মো. সরওয়ার, আবু ছৈয়দ, আবু তাহের, মাওলানা রাশেদুল ইসলাম, সরওয়ার উদ্দীন, আবু তৈয়ব, মো. মুসা, হাবিবুর রহমান প্রমুখ।

কাজী আবদুর রহমান শাহ ফাউন্ডেশন : চন্দনাইশ উপজেলার উত্তর হাশিমপুর কাজী আবদুর রহমান শাহ (র.) ও ফতেহ আলী স্মৃতি সংসদের যৌথ উদ্যোগে ভাই খলিপা পাড়া জামে মসজিদে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। মো. আলমগীরের সভাপতিত্বে মাহফিলে প্রধান মেহমান ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু আহমদ। উদ্বোধক ছিলেন শিক্ষক মো. শাহ জাহান আজাদ। বিশেষ অতিথি ছিলেন এডিশনাল পিপি এড. মো. দেলোয়ার হোসেন, ম্যানেজার নুরুল আলম ও মো. ইয়াকুব আলী। এতে অন্যদের মধ্যে উপসস্থিত ছিলেন নুর হোসেন, মাওলানা এনামুল হক, মো. আবদুল্লাহ, মো. আজম খান, মো. ইউনুছ, মাওলানা নাছির উদ্দীন, মো. হোসাইন, আবদুর রহমান, মাওলানা হেলাল উদ্দীন, হাফেজ শহিদুল মোস্তফা, শওকত ওসমান, খায়রুল বশর প্রমুখ।


রাউজান
গাউসিয়া কমিটি রাউজান ইউনিয়ন : গাউসিয়া কমিটি ৭নং রাউজান ইউনিয়ন (পশ্চিম) শাখার ব্যবস্থাপনায় ইফতার মাহফিল ও আলোচনা সভা গত শুক্রবার রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কর্মকর্তা মো. এসকান্দর হোসাইনের সঞ্চলনায় এতে উপস্থিত ছিলেন জালাল উদ্দিন চৌধুরি, খন্দকার নিজাম উদ্দিন, আস ম রফিকুল ইসলাম, মাওলানা গাজী ফোরকান, মাওলানা নুরুল হক, ডা. আরিফিন আজিম, ডা. এয়াকুব, মঈণ উদ্দিন জিলানি, বেদার মিয়া, শওকত হোসেন, মাওলানা মুক্তার, জামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, আবুল কালাম, ফররক আহমদ, তৌয়ব, তানভির, সুমন আনোয়ার, আলম, আবুল হোসেন, মো. মঞ্জু, সাবের প্রমুখ।


ইসলামী ফ্রন্ট : রাউজান দারুল ইসলাম কামিল মাদরাসা হল মিলনায়তনে ইসলামী ফ্রন্ট, যুবসেনা রাউজান উপজেলা (উত্তর) শাখা এবং ইসলামী ছাত্রসেনা রাউজান পৌরসভা শাখার ব্যবস্থপনায় পবিত্র মাহে রমজান তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল গত শুক্রবার অনুষ্ঠিত হয়। ইসলামী ফ্রন্ট সভাপতি জয়নাল আবেদীন জামালের সভাপত্বিতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট উত্তর জেলার আইন বিষয়ক সম্পাদক মাওলানা ইকবাল হোসাইন আল কাদেরী। বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীর আলম মুন্সী, উদ্বোধক ছিলেন আনজুমানে খোদ্দামুল মুসলেমীন মদিনা শাখার সহ-সভাপতি মাওলানা অলি উল্লাহ জিহাদী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবসেনার সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা সামশুল আলম নঈমী, হাফেজ রফিক, সিরাজুল ইসলাম রেজভী, এম.এ.রায়হান, মারুফ, হাফেজ মঈনুদ্দিন, রেজভী, নুর মোহাম্মদ, নেজাম উদ্দিন, মনির উদ্দিন, সিরাজুল ইসলাম সিহাদ, আহমদুল ইসলাম, বোরহান, নিশাত, নজরুল, মুবিন প্রমুখ। এতে বক্তারা বলেন বছরের পবিত্র এ একটি মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে বাকী ১১ মাস যেন আত্মশুদ্ধি হয়ে চলার জন্য দিক নির্দেশনা প্রদান করেন।


বিনাজুরী ৫নং ওয়ার্ড : রাউজান বিনাজুরী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল গত শনিবার বিনাজুরী কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান থানার ওসি (তদন্ত) মীর হোসেন। প্রধান বক্তা ছিলেন বিনাজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সংঘপ্রিয় বড়–য়া। বিনাজুরী ইউপি প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলাম বাচ্চুর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সজীব বিশ্বাস। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিনাজুরী ইউপি চেয়ারম্যান সুকুমার বড়–য়ার সভাপতিত্বে উত্তর জেলা বসু মিত্র বড়–য়া, এড. অরুন কান্তি সরকার, উপ-পরিদর্শক সাইমুল ইসলাম, ইউপি সদস্য সাইফুল ইসলাম লিটন, আবু তাহের, আবদুল খালেক, প্রবাস সরকার টুন্টু, সরোয়ার আজাদ প্রমুখ।

স›দ্বীপ স্টুডেন্টস এ্যাফিনিটি : আন্তর্জাতিক ইসলামী বিশ্বদ্যালয় চট্টগ্রাম(আই আই ইউ সি) এর স›দ্বীপের ছাত্র-ছাত্রীদের সংগঠন স›দ্বীপ স্টুডেন্টস এ্যাফিনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ মে নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। কমিটির চেয়্যারম্যান মাহমুদুল হাসান ফয়সালের সহযোগিতায় এবং এ্যাফিনিটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন নিশাদের পরিচালনায় কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এ্যাফিনিটির বর্তমান সভাপতি আদিত্ব জাহিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মো. আবদুল কাদের (সহকারী অধ্যাপক, ই.ই.ই, আই আই ইউ সি)।

বিশেষ অতিথি ছিলেন সারোয়ার হোসেন ফয়সাল (প্রিন্সিপাল অফিসার, ইসলামী ব্যাংক লিমিটেড), মো. মাহবুবুল আলম (এরিয়া ম্যানেজার, নিটল টাটা মোটরস লিমিটেড), আবু নাসের জুয়েল (ছাত্র প্রতিনিধি-আই আই ইউ সি), ফসিউদ্দৌলা পায়েল (সাবেক আই আই ইউ সিয়ান ও সভাপতি স›দ্বীপ বয়হুড ক্লাব), মো. মমিনুল ইসলাম ফুয়াদ, (লজিস্টিকস অফিসার, আন্তর্জাতিক কমিটি অব রেড ক্রস), মো. জোবায়ের হোসেন মেহেরাজ (সাবেক সহ-সভাপতি) ও মো. আশিকুুল আলম ( সাবেক সভাপতি এবং এলজি বাটারফ্লাই স›দ্বীপ শাখার মালিক)। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স›দ্বীপের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী। স›দ্বীপ স্টুডেন্টস এ্যাফিনিটির সাফল্যের দিক তুলে ধরে বক্তব্য রাখেন রকি, শাকিল, নিয়াজ, রাব্বি, তারেক, ফরমিসহ প্রমুখ সদস্যবৃন্ধ। শেষে, স্টুডেন্টস এ্যাফিনিটি সভাপতি আদিত্ব জাহিদ এ্যাফিনিটির ভবিষ্যৎ সাফল্য কামনা করে এবং উজ্জ্বল স›দ্বীপ গড়ার লক্ষ্য তুলে ধরে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
মুহিব্বানে সুলতানপুরী বোয়ালখালী শাখা : জমিয়তে মুহিব্বানে সুলতানপুরী বোয়ালখালী শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল গত ২৪ মে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বহদ্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে সংগঠনের সভাপতি জসিম উদ্দীন বাচার সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে মেহমানে আলা ছিলেন সাতগাছিয়া দরবার শরীফের সৈয়দ আবুল ফজল মোহাম্মদ ছাইফুল্লাহ সুলতানপুরী। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম বাবুল। প্রধান আলোচক ছিলেন সৈয়দ আবুল ফজল মো. মনছুর উল্লাহ সুলতানপুরী। মোকতেয়ার আহম্মদ মিন্টুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী পৌর কাউন্সিলর সোলাইমান বাবুল, সংগঠনের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক জফুর আলম, মনজুর মোরশেদ ও কফিল উদ্দিন মুন্সী।

বোয়ালখালীতে স্যোশাল ইসলামী ব্যাংক : পবিত্র মাহে রমজান উপলক্ষে সমাজ পরিবর্তনে যাকাত ও ক্যাশ ওয়াক্ফের ভূূূূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল গত ২৩ মে অনুষ্ঠিত হয়েছে। স্যোশাল ইসলামী ব্যাংক লিমিটেডের বোয়ালখালী শাখার উদ্যোগে উপজেলা সদরের ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ নুরুল আলম। এতে প্রধান আলোচক ছিলেন উপজেলা কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মাওলানা মো. ইলিয়াছ সিকদার। শাখা ব্যবস্থাপক এফএভিপি মো. মনিউল আলমের সভাপতিত্বে ও শাখা অপারেশন ম্যানেজার মো. গিয়াস উদ্দীনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জাতিয় শ্রমিক লীগ বোয়ালখালী শাখার সভাপতি সাইদুর রহমান খোকা, বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি মো.শাহীনুর কিবরিয়া মাসুদ, রফিকুল আজাদ, ইউপি মেম্বার সমিতির সাধারণ সম্পাদক মো.হাসান চৌধুরী ও এসএম ওমর ফারুক।

পটিয়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন : প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সহযোগী সংগঠন পটিয়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন (পিডিইএ) এর অভিষেক ও ইফতার মাহফিল গত ২৪ মে পটিয়া থানা মোড়স্থ একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে। শুরুতেই কোরআন থেকে তেলোয়াত করেন প্রকৌশলী মো. ফরহাদুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন পিএসডিইবি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী সুপন চৌধুরী। প্রকৌশলী আরিফ চৌধুরী নিহালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী প্রকৌশলী ও পিএসডিইবি’র সভাপতি হাসমত আলী।

প্রধান বক্তা ছিলেন আইডিইবির চট্টগ্রাম জেলার সহ-সাংগঠনিক সম্পাদক ও এস আলম কোল্ড রোল্ড স্টীল লিমিটেডের নির্বাহী প্রকৌশলী এনামুল হক সাগর। বিশেষ অতিথি ছিলেন আইডিইবির চট্টগ্রাম জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. জিয়া উদ্দীন, পিএসডিইবির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রাজীব চৌধুরী, দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. সোহেল উদ্দীন, আবুল খায়ের গ্রæপের সহকারি প্রকৌশলী এম মহিউদ্দীন। এতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহবায়ক প্রকৌশলী মো. রেজাউল হক। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কাজী ওহিদুর রহমান। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী তোষাদ রায়হান, প্রকৌশলী শাপলা আক্তার, প্রকৌশলী তৌফিকুর রহমান, প্রকৌশলী ওমর ফারুক প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, পটিয়ার আর্থ সামাজিক উন্নয়নে পটিয়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের প্রকৌশলীদের ভূমিকা অপরিসীম। পটিয়াকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে এই সংগঠন যথাযথ ভূমিকা পালন করে যাচ্ছে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান বক্তারা।