ইফতার বিতরণ

61

মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন :
আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র ব্যবস্থাপনায় সম্প্রতি নগরির ৯ নং উত্তর পাহাড়তলী ফিরোজশাহ কলোনী, ওয়ার্লেস ও ঝাউতলায় অসহায় বিহারী সম্প্রদায়ের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা-হাকিম গ্রূপ এর পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, যেখানে গরিব-দুঃখি মানুষের বসবাস থাকে সেখানে সহায়তা থাকে মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের। পবিত্র রমজান ও লকডাউনে বিহারী সম্প্রদায়ও যাতে সুন্দরভাবে সিয়াম সাধনা করতে পারে তাই তাঁদের পাশে রয়েছে অত্র ফাউন্ডেশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহিলা কাউন্সিলর তাসলিমা নুরজাহান রুবী, সমাজ সেবক লোকমান আলী ইউসুফ, নুরুন নবী ভুট্টু প্রমুখ।
কাউন্সিলর আশরাফুল আলম :
নগরীর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ এম আশরাফুল আলম নিজ উদ্যোগে ওয়ার্ডের রোজাদার শ্রমিক ও পথচারীদের মাঝে নিজ হাতে ইফতার বিতরণ করেন। ইফতার বিতরণকালে তার সাথে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন, মাসুদ রানা খোকা, জামাল হোসেন, দিদারুল ইসলাম দিদার, মো. রাহি, দেলোয়ার হোসেন বাচা, মোহাম্মদ হারুন উর রশীদ বাপ্পি, মহি উদ্দিন মানিক, মোহাম্মদ নিশাত, শহিদুল ইসলাম জনি, আব্দুল্লাহ আল আহসান হিমেল প্রমুখ। এ সময় তিনি বলেন, আসুন সব সময় নিজের জন্য নয়, অন্যের জন্যও কিছু করি। মানবতার কল্যাণে তার এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
ছাত্রনেতা আরশেদুল আলম বাচ্চূ :
পবিত্র মাহে রমজানে ও চলমান লকডাউনে খেটে খাওয়া অসহায় মানুষ-কর্মহীন সাধারণ মানুষদের কেন্দ্রীয় আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটি পক্ষে নগরীর মোড়ে মোড়ে ইফতারি বিতরন করা হয়েছে। ২১ এপ্রিল বুধবার বাদের আসর নগরীর কাজীর দেউড়ী মোড়, চেরাগী পাহাড় মোড় ও আন্দরকিল্লা মোড়ে কেন্দ্রীয় আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটি সদস্য ও সাবেক ছাত্রনেতা আরশেদুল আলম বাচ্চু রান্না খাবার করা ইফতারি বিতরন করা হয়। বিতরনকালে আরশেদুল আলম বাচ্চু বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার লকডাউনে সাধারন মানুষের পাশে থাকার নিদের্শনা দিয়েছেন। সেসাথে চট্টগ্রামে শিক্ষা উপ- মন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ভাইও আমাদের নিদের্শনা দিয়েছেন যাতে করে সাধারণ মানুষ কষ্ট না পায়। সে নিদের্শনা অনুয়ায়ী আমরা মাঠপর্যায়ে মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিদের্শনা একজন মানুষও বিনা চিকিৎসা ও না খেয়ে থাকতে পারব না। দেশে একটি মহল শেখ হাসিনার সরকারকে ষড়যন্ত্র মাধ্যমে ব্যর্থ করার চেষ্টা চালাচ্ছে। বিএনপি- জামায়াত শিবির ও হেফাজতে ইসলাম এক হয়ে ষড়যন্ত্রে অংশ নিয়েছে। তাই এ লকডাউনে অপপ্রচার ও গুজব সম্পর্কে সজাগ থাকতে হবে। এতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক ও ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস উদ্দীন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য নাজমুল সাকিব, শওকত আলম, মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক হাসান আলী, কামরুল ইসলাম রাসেল, সরফুর আনাম জুয়েল, সৈয়দ আনিসুর রহমান, তোফায়েল আহমেদ মামুন, আশিকুন্নবী, সাইদুর রহমান শাকিল, ইমাম উদ্দীন নয়ন, আনছান উল্লাহ সৌরভসহ কলেজ, থানা ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চকবাজার থানা ছাত্রলীগ :
নগরীর চকবাজার ওয়ালী বেগ খাঁ মসজিদ মোড়ে দেড় শতাধিক অসহায় ছিন্ন মূল ও দুস্থ রোজাদারদের মাঝে চকবাজার থানা ছাত্রলীগের উদ্যেগে ইফতার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন থানা ছাত্রলীগ সভাপতি জাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক জি.এম তাওসীফ, সহ-সভাপতি বন্ধন সেন, যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল আহাদ সাইমন, জাহেদ হোসেন ফারুক, সম্পাদক মন্ডলীর সদস্য রাইসুল ইসলাম আকাশ, শাহদাত হোসেন, এহেসানুল হক ইমন, সাইফুল ইসলাম, ইমন চৌধুরী, সদস্য কাইয়ুম বিন কাশেম প্রমুখ।
প্রিয় বাংলাদেশ :
সামাজিক ও মানবিক সংগঠন প্রিয় বাংলাদেশ’র উদ্যোগে গত ২২ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ২টায় রহমান নগর আবাসিক এলাকায় দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের উপদেষ্টা ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোরশেদুল আলম চৌধুরী। লায়ন আনোয়ারুল আজিম চৌধুরী সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আব্দুল মান্নান, আব্দুল আলিম রানা, ব্যাংকার মহসিন উল কাদের, ওসমান আবেদীন, প্রয়াস সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুন, সাংবাদিক আবছার উদ্দিন অলি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ শাহ আলম, জামশেদুল আলম, মোস্তাফিজুর রহমান রাসেলসহ প্রমুখ।
বক্তারা বলেন, করোনাকালীন এ সময়ে দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে প্রিয় বাংলাদেশ তাদের মানবিক কর্মকান্ডের পরিচয় দিয়েছেন। সামাজিক কর্মকান্ডের অংশ হিসেবে মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ চলমান থাকবে। একটি ভাল কাজের জন্য শুধুমাত্র সৎ ইচ্ছা আর আন্তরিকতার প্রয়োজন সেটি প্রিয় বাংলাদেশ তাদের কাজের মাধ্যমে প্রমান করেছেন।
একটি ভাল কাজের জন্য শুধুমাত্র সৎ ইচ্ছা আর আন্তরিকতার প্রয়োজন সেটি প্রিয় বাংলাদেশ তাদের কাজের মাধ্যমে প্রমান করেছেন।