ইফতার নিয়ে রোজাদারদের পাশে

16

জালাল আহমেদ ফাউন্ডেশন :
পাথরঘাটা ওয়ার্ডের মহিলা কলেজ মাঠে মরহুম জালাল আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে গত ২ মে ইফতার ও সেহরিসামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা লকডাউনে কর্মহীন মানুষদের মাঝে প্রতি পরিবার ২৫০০ টাকা করে মোট ৩৮ লক্ষ পরিবারকে এ সহায়তা প্রদান করছেন। জেলা প্রশাসনের মাধ্যমেও প্রধানমন্ত্রী ত্রাণ বিতরণ করাচ্ছেন। পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহব্বায়ক আসফাক আহমেদের সভাপতি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মনসুর, ৩৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আহব্বায়ক আফছার উদ্দিন, যুগ্ম আহব্বায়ক ফজলে আজিজ বাবুল ও পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. শফিউল্লাহ, সাগর দেবনাথ, রেজাউল করিম, জহির, সুফি দিদার, ফারুক, মো. জুবায়ের, সাগর, মো. মালেক মিয়া, মো. ইদ্রিস প্রমুখ।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ :
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে দারুল ফজল মার্কেটস্থ কার্যালয়ের সামনে নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ৪০০ প্যাকেট ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক আশীষ কুমার সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপ পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ পাপ্পু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য ওয়ারিশ আলী খান, মো. সিরাজুল ইসলাম, আশরাফ উদ্দীন শাহীন, মুহসীন মোরশেদ টিপু, নুরুল আবছার, মোহাম্মদ আলী চৌধুরী, মোহাম্মদ খুরশিদ হাসান, মোরশেদুল আলম, ইকবাল মোরশেদ, আবদুল হান্নান, মোহাম্মদ ফারুক, প্রশান্ত চৌধুরী যীশু, আবদুল নুর, যীশু নাথ, দোলন বৈষ্ণব, এম কে আলম বাসেদ, মো: রাজু, মাইনুদ্দীন চৌধুরী ইমন, কার্তিক রঞ্জন শীল টিটু প্রমুখ।
বাকলিয়া থানা ছাত্রলীগ :
বাকলিয়া থানা ছাত্রলীগের উদ্যোগে গত ৩০ এপ্রিল দক্ষিণ বাকলিয়ায় অসচ্ছল ও কর্মহীন মানুষের মাঝে এই ইফতার তুলে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য নাদিম উদ্দীন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুল আলম পারভেজ, ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রাকিব। বাকলিয়া থানা ছাত্রলীগের যুগ্ন আহব্বায়ক গিয়াস উদ্দীন রনি, লক্ষন দাশ, ফাহিম চৌধুরী, সদস্য শাহাদাত নূর তুষার, মঈনুল ইসলাম। ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ রাহাত সহ প্রমুখ।
আবদুল জাব্বার, কালামিয়া মেম্বার ও আবদুল আজিম স্মৃতি ফাউন্ডেশন :
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে করোনার প্রভাবে কর্মহীন ও অস্বচ্ছল মানুষের মাঝে আবদুল জাব্বার, কালামিয়া মেম্বার ও আবদুল আজিম স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ও কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের পক্ষে নগরীতে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন সরকারী সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস সাইফুদ্দীন আহমেদ, এ বি রনি, মহানগর যুবলীগ সদস্য তানভীর আহমেদ রিংকু, জাহাঙ্গীর আলম, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা এনামুল হক, সামিউল হাসান রুমন, মো. সালাউদ্দিন, শফিউল আলম জনি, মো. সাজ্জাদ প্রমুখ।
১৩ নং পাহাড়তলী ওয়ার্ড :
নগরীর ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডের আওতাধীন ঝাউতলা কলোনী, টিপিপি কলোনী,ভাঙ্গারপোল, এলাকায় বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ২য় ঢেউ মোকাবেলায় সরকার প্রণীত লকডাউনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে নিম্ন আয় ও মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী এবং ওনার সহধর্মিণী মিসেস রুমানা আক্তার চৌধুরী।
এতে আরো উপস্থিত ছিলেন ১৩নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হায়দার আলী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মো. জিহাদ উদ্দিন, যুবলীগ নেতা কাইসার উদ্দিন, সাবেক ছাত্রনেতা রাজেস বড়ুয়া, মহানগর ছাত্রলীগের সহ সভাপতি সৌমেন বড়ুয়া, ওমর গনি এম,ই,এস কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মো. রেজাউল করিম রিটন, এম.ই.এস কলেজ ছাত্রলীগ নেতা কামরুল হাসান শিবলু, জাহেদুল ইসলাম প্রমি প্রমুখ।
রোশন আরা বেগম ফাউন্ডেশন :
রোশন আরা বেগম ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় চকবাজার থানা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক জাহেদ হোসেন ফারুক এর উদ্যোগে গোলপাহাড় মোড়ে সম্প্রতি অসহায় ছিন্ন মূল-দুস্থ রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়। চকবাজার থানা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক জাহেদ হোসেন ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক প্যানেল মেয়র, ১৫ ও ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর গিয়াস উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকবাজার থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জি এম তাওসীফ।
উপস্থিত ছিলেন চকবাজার থানা ছাত্রলীগ নেতা সাঈদ মোহাম্মদ মেহেদি, আরিফুল আমিন, হামীম আল আবির, সানজিদুল হক রাব্বি, নাজমুল হক শুভ, মেহরাব, মোঃ আব্দুল কাইয়ুম, বাগমনিরাম ওয়ার্ড ছাত্রলীগ নেতা হামিম, সাকিব, সাইফুল, সামি, কৌশিক, জিহাদ, রাফি সহ প্রমুখ।