ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত

72

মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন
মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় কর্ণফুলীর জুলদা ইউনিয়নের ডাঙ্গারচরে গরিব এলাকাবাসীর মাঝে মাহে রমজান উপলক্ষে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি এলাকার হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য কর্ণফুলী উপজেলা পরিষদকেও ত্রাণ দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোস্তফা-হাকিম গ্রæপের পরিচালক নিজামুল আলম রাজু। বিশেষ অতিথি ছিলেন পরিচালক মোহাম্মদ ফারুক আজম ও জুলদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমেদ। উপস্থিত ছিলেন মোহাম্মদ সামছুদ্দোহা, মোহাম্মদ আহমদ নবী, স্থানীয় মেম্বারবৃন্দ।
আ জ ম নাছির উদ্দীন
মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ২৬ এপ্রিল চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ ও ছাত্র সংসদের যৌথ উদ্যোগে কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছাত্র সংসদের জিএস শাহাদাত হোসেনের সঞ্চালনায় ও পলিটেকনিক ছাত্রলীগের সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোমান আল মাহমুদ, মো. ইসা, প্রকৌশলী সুব্রত দাশ, প্রকৌশলী আবদুস সালাম, প্রকৌশলী চন্দন কান্তি দে, চট্টগ্রাম পলিটেকনিক শিক্ষক সমিতির সভাপতি তাপস কান্তি দে, যুবলীগ নেতা মোশারফ হোসেন, ছাত্রলীগ নেতা নুরুল হক মনির, বেলাল উদ্দীন, আনিসুল ইসলাম সাজিদ, ইমন সরকার, ইয়াসিন আরফাত বাপ্পী, নূরে আলম মুন্না, নাজিম উদ্দীন, শেখ রাকেশ উদ্দিন, মহিউল আলম চৌধুরী, শাহাদাত হোসেন শুভ, শাহরিয়ার সালাম বাবু, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র সংসদের ভিপি কাম্বার হোসেন রকি, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শওকত ওসমান সজীব, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, নিজাম উদ্দিন মহিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, মোহাম্মদ কাউসার।
মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন
এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন এর উদ্যোগে ২১নং জামালখান ঝাউতলায় গরিব দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন লালখান বাজার, বাগমনিরাম, জামালখান ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর আঞ্জুমান আরা। এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা মো. ইকবাল, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ সভাপতি মাহমুদুল করিম, যুবনেতা রফিকুল ইসলাম রানা, ছাত্রনেতা জোবায়ের আশিক প্রমুখ।
রেড ক্রিসেন্ট চট্টগ্রাম
করোনাকালীন সময়ে মানুষের সেবা প্রদান করে যাচ্ছে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম। কোভিড-১৯ সেবা কার্যক্রমের অংশ হিসেবে শুকনো খাবার বিতরণ কার্যক্রম ২৬ এপ্রিল চুন্নমিয়া লেইনে পরিচালনা করা হয়। নগরীর পাঁচলাইশ, মুরাদপুর, শোলকবহর, অক্সিজেন, বিবিরহাট এলাকায় খাদ্য সংকটে থাকা অসহায়, নিম্নবিত্তদের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের সার্বিক সহযোগীতায় যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর বাস্তবায়নে শুকনো খাবার হিসেবে চাল, ডাল, আলু, লবণ, চিনি, সুজি ইত্যাদি বিতরণ করা হয়। উক্ত কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম। যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর যুব প্রধান গাজী মো. ইফতেকার হোসেন ইমু এর সঞ্চালনায় কার্যক্রমে বিশেষ অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারী মো.আসলাম খান, অতিথি ছিলেন আতিকুর রহমান, শেখ সরওয়ার্দী, শাহজাহান সুফি, সিটি রেড ক্রিসেন্ট কার্যকরী পর্ষদ সদস্য আনোয়ার আজম, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য শাহাদাত হোসেন রুমেল, রাশেদ খান মেনন। উপস্থিত ছিলেন জেলা ইউনিট লেভেল অফিসার আব্দুর রশিদ খান, আজীবন সদস্য মো.মাহাবুব আলম, সাংগঠনিক বিভাগীয় প্রধান তানভীর আহমেদ চৌধুরী মাহিন, রক্ত বিভাগীয় প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশানসহ কার্যকরী পর্ষদ সদস্য ও যুব সদস্যরা।
শেখ কামাল স্মৃতি সংসদ
শেখ কামাল স্মৃতি সংসদ ৩৬নং গোসাইলডাঙ্গা ওয়ার্ড শাখার উদ্যোগে গতকাল নগরীর নিমতলা এলাকায় পথচারী রোজাদারদের মাঝে ইফতার ও মাস্ক বিতরণ করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য শেখ কামাল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা এবং প্রধান উপদেষ্টা দেবাশীষ পাল দেবু। এ সময় উপস্থিত ছিলেন জাকির মিয়া, ওয়াহিদ মুরাদ রাসেল, মো. ইমতিয়াজ বাবলা, দিদার উদ্দিন, বেলাল হোসেন, জিয়া উদ্দিন, দিদার আলম, সংগঠনের সভাপতি মাসুদুল আলম জিকু, সাধারণ সম্পাদক আলী নূর রুবেল, মোশারফ আলী শাপলু, শাহজান বাপ্পী, ফরিদ, মিন্টু আহমেদ, ইউসুফ সানী, ইমরান জনি, শাহ নেওয়াজ সাকিন, মো. সাজ্জাদ, আল-আমিন, আরিফুল হক, লিটন, সাইমন, মাসুদ আরফাত, শুভ, মোশাররফ, ইব্রাহীম খলিল সাদ্দাম, কমর হোসেন প্রমুখ।
লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলি এলিট
গত ২৫ এপ্রিল লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলি এলিট এর উদ্যোগে এবং লায়ন এম এন সাফা এমজেএফ এর সৌজন্যে মিস্ত্রীপাড়া লাল মসজিদ প্রাঙ্গণে বিপুল সংখ্যক দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ। উপস্থিত ছিলেন লায়ন নুরুল আকবর কাজল, লায়ন নাজমুল হুদা, লায়ন শিবুল সেন, লায়ন মো. মেজবাহ, লায়ন জাহেদ হোসেন, লায়ন মো. রফিক ও লায়ন আহম্মদ মিয়া।
রাবেয়া বশর জনকল্যাণ ট্রাস্ট
রাবেয়া বশর জনকল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে ৫ শতাধিক পথশিশু এবং পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য দেন রাবেয়া বশর জনকল্যাণ ট্রাস্ট এর চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ। উপস্থিত ছিলেন ট্রাস্টি মাওলানা মোহাম্মদ মহসিন, মোহাম্মদ ছিদ্দিক, মোহাম্মদ হামিদ, মোহাম্মদ এহতেশাম রেজা সাকিব, মোহাম্মদ আহমদ রেজা আকিব, মোহাম্মদ তাওসিফ রেজা রাকিব, মোহাম্মদ মোস্তফা রেজা জাওয়াদ, এম জে মামুন, মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ সিরাজ প্রমুখ। বিজ্ঞপ্তি