ইফতারসামগ্রী বিতরণ

7

 

ইউনুছ পন্ডিত ফাউন্ডেশন :
রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের ইউনুছ পন্ডিত ফাউন্ডেশনের উদ্যোগে ও এডভোকেট কামাল উদ্দিন ও সমাজ সেবক মোহাম্মদ জয়নাল আবেদীনের ব্যবস্থাপনায় ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠান ২ এপ্রিল শনিবার সকালে ইউনিয়ন পরিষদের মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং ইউপি চেয়ারম্যান লায়ন শাহাবুদ্দিন আরিফ। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আবু মনছুর, ইউপি সদস্য তৈয়ব উদ্দিন, আবদুল মান্নান সোহেল, জগদীশ বড়ুয়া, রিটন দে, লোকমান হোসেন, আবদুর মালেক মেম্বার, মো.ইসমাইল, মো. রাশেদ, ওয়ার্ড যুবলীগের সভাপতি আবদুর রহমান প্রমুখ।

সীতাকুন্ড:
সীতাকুন্ড উপজেলার ২নং বারৈয়ারঢালা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের দুস্থদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেন বারৈয়ারঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম। সম্পতি দিনব্যাপী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে প্রতিবারের ন্যায় ব্যক্তিগত উদ্যেগে ইফতারসামগ্রী বিতরণ করা হয়। ইফতারসামগ্রীর মধ্যে ছিল ছোলা, ডাল, আলু, পেয়াঁজ তেলসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস। বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দিদারুল আলম সিদ্দিকী, ২নং ওয়ার্ডের সভাপতি জাফর উদ্দিন ভূঁইয়া মেম্বার, সাধারণ সম্পাদক মো. ফারুক, ৩নং ওয়ার্ড সভাপতি ইব্রাহীম, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ৪নং সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক রেজাউল করিম মাস্টার, ৫নং ওয়ার্ড সভাপতি দেলোয়ার হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক টিটু দে, ৬নং ওয়ার্ড সভাপতি শাহ আজিজ মানিক সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মেম্বার, ৭নং ওয়ার্ড সভাপতি আব্দুল লতিফ ভূঁইয়া, সাধারণ সম্পাদক রফিকুজ্জামান রফিক মেম্বার, ৮নং ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রবিউল হোসেন, ৯নং ওয়ার্ড সভাপতি আলমগীর হোসেন সাধারণ সম্পাদক ইমাম হোসেন রাসেল, মেম্বার, মহিলা সদস্য খালেদা আক্তার, নার্গিস বিনতে ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক ইমতিয়াজ হাসান অন্তর প্রমুখ।

হাজী খলিলুর রহমান ফাউন্ডেশন :
রাউজানে পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে এতিমখানা ও অসহায় দুস্তদের মাঝে চালের বস্তা বিতরণ করেছেন হাজী খলিলুর রহমান সওদাগর ফাউন্ডেশন। সম্প্রতি রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের শেখপাড়া গ্রামের ফাউন্ডেশন চত্বরে এই উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুন নবী সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান, স্থানীয় ইউপি সদস্য মো. সালাউদ্দিন কাদের। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সৈয়দ তানভীরের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক মো. আবুল হাসেম তালুকদার, রাউজান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়ের, নুরুল আবছার তালুকদার, মোরশেদ তালুকদার, ইউপি সদস্য জানে আলম, আওয়ামী লীগ নেতা সোহেল মজুমদার, জহির তালুকদার, নুরুল হক তালুকদার, আনু মিয়া তালুকদার, আব্দুল মন্নান তালুকদার, প্রকৌশলী মোজাম্মেল হক তালুকদার, হাজী মো. ইউছুপ, হাজী মনির তালুকদার, আবুল কালম তালুকদার, গাজী আরবান প্রমুখ।