ইন্দোনেশিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৬

29

ইন্দোনেশিয়ার দক্ষিণাঞ্চলীয় সুমাত্রা দ্বীপে একটি বাস খাদে পড়ে অন্তত ২৬ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনতারা জানিয়েছে, সিরিজায়া কোম্পানির যাত্রীবাহী বাসটি দেম্পো তেঙ্গা জেলা থেকে সুমাত্রার পাগার আলম শহরে যাওয়ার পথে সোমবার গভীর রাতে দুর্ঘটনায় পড়ে। দেশটির পুলিশের এক মুখপাত্রকে উদ্ধৃত করে ফরাসি বার্তা সংস্থা এফপি জানিয়েছে, বাসটি প্রায় দেড়শো মিটার খাদে পড়ে নদীতে ডুবে যায়। নিরাপত্তা এবং প্রান্তিক অঞ্চলের অবকাঠামোর নিম্ন মানের কারণে দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় সড়ক দুর্ঘটনা বেশ সাধারণ ঘটনা। গত সেপ্টেম্বরে পশ্চিম জাভার সুকাভূমি অঞ্চলে একটি বাস খাদে পড়ে অন্তত ২১ জন নিহত হয়। সোমবার রাতের দুর্ঘটনা প্রসঙ্গে পাগার আলম শহর পুলিশের মুখপাত্র ডলি গুমারা বলেন, রাস্তার পাশের কংক্রিটের ব্যারিকেড ভেঙে বাসটি খাদে পড়ে যায়। এখনও বেশ কয়েক জন বাসের অভ্যন্তরে আটকে রয়েছে। উদ্ধার কাজ চলছে। হতাহতদের অনেককেই পাগার আলমের বাসেমাহ হাসপাতালে নেওয়া হয়েছে।