ইন্ডিয়ান ওয়েলসে ফের চ্যাম্পিয়ন শিয়াওতেক

6

অনেক আশা জাগিয়ে ফাইনালে উঠে লড়াই করতে পারলেন না মারিয়া সাকারি। গ্রিসের এই খেলোয়াড়কে একরকম উড়িয়ে দিয়ে ইন্ডিয়ান ওয়েলসের নারী এককে চ্যাম্পিয়ন হলেন ইগা শিয়াওতেক।
ফাইনালের ন্যূনতম সম্ভাবনাও জাগাতে পারেননি নবম বাছাই সাকারি। ৬-৪, ৬-০ গেমে জিতে ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে দ্বিতীয়বারের মতো শিরোপাটি জিতলেন নারী এককের নাম্বার ওয়ান শিয়াওতেক।
২০২২ সালে এখানে প্রথম চ্যাম্পিয়ন হয়েছিলেন পোলিশ তারকা।
এদিকে পুরোনো ক্ষতে প্রলেপ দেওয়ার জন্য প্রয়োজনীয় লড়াইটাও সেভাবে করতে পারলেন না দানিল মেদভেদেভ। তাকে সরাসরি সেটে হারিয়ে ইন্ডিয়াস ওয়েলসের পুরুষ এককের শিরোপা ধরে রাখলেন কার্লোস আলকারাস।
ম্যাচের শুরুর দিকে অবশ্য তেমন একটা ছন্দে ছিলেন না আলকারাস। বেশ কিছু ভুল করে প্রথম তিন গেমে হেরে পিছিয়ে পড়েন তিনি। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৭-৬ (৭-৫), ৬-১ গেমে জিতে টানা দ্বিতীয়বারের মতো এখানে চ্যাম্পিয়ন হন স্প্যানিশ তারকা।
প্রতিযোগিতাটির গত আসরের ফাইনালে মেদভেদেভকেই হারিয়ে প্রথমবার এখানে ট্রফি উঁচিয়ে ধরেছিলেন আলকারাস।
দুইটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী আলকারাস এর আগে সবশেষ শিরোপা জিতেছিলেন গত বছরের উইম্বলডনে।