ইন্টারন্যাশনাল মেডিকেল ও ডেন্টাল কলেজে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

4

 

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ ও হাসপাতালের যৌথ উদ্যোগে গতকাল বুধবার সকালে ‘বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২২’ পালিত হয়। এই দিবস পালনের মূল উদ্দেশ্য হল জলাতঙ্ক রোগ সম্পর্কে সাধারন মানুষের মাঝে সচেতনতা তৈরি করা এবং তাদেরকে এই রোগ সম্পর্কে সতর্ক করা। কারন এটি ১০০% প্রাণঘাতী হলেও ১০০% প্রতিরোধযোগ্য। ডা. মো. গোলাম আব্বাস, সহকারী অধ্যাপক, পেশা ও পরিবেশ স্বাস্থ্য বিভাগ, জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) জলাতঙ্ক দিবসের বৈজ্ঞানিক সেমনিারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, জলাতঙ্ক একটি ভাইরাস জনিত রোগ। এটি এক প্রাণী থেকে আরেক প্রাণীর দেহে লালা বা রক্তের দ্বারা স্থানান্তরিত হয়। বিশ্বের প্রায় ১৫০ টিরও অধিক দেশে এই রোগের প্রাদুর্ভাব কম-বেশী দেখা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৭ সালের একটি গবেষণা অনুযায়ী প্রতি বছর প্রায় ৬০,০০০ মানুষ জলাতঙ্কে মারা যায় যার ৯৫ শতাংশই এশিয়া ও আফ্রিকায়। গবেষণায় দেখা গেছে ৯৯% জলাতঙ্ক কুকুর দ্বারা হয়ে থাকে। জুলাই ২০২২-এর একটি আন্তর্জাতিক গবেষণাপত্রে দেখা গেছে বাংলাদেশে ২১০০এর বেশী মানুষ জলাতঙ্কে অক্রান্ত হয়ে মারা যায়Ñ যার প্রায় ৬২ শতাংশ শিশু এবং ৮৭ শতাংশই পল্লী অঞ্চলের।তাই জনসাধারণের মাঝে এই রোগ সম্পর্কে সচেতনতা তৈরি খুব জরুরি। অনুষ্ঠান ডা. তৌহিদা আহসানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. আমির হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. টিপু সুলতান ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দীন। বিজ্ঞপ্তি