ইন্টারনেট পরিষেবা বন্ধ করলো তালেবান

1

 

গত কয়েকদিনে তালেবানবিরোধী বিক্ষোভের কারণে কাবুলের অনেক জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে গোষ্ঠীটি। তালেবান সরকারের বিরেুদ্ধে বিক্ষোভ সংক্রান্ত তথ্য প্রচার বন্ধ রাখতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে। তালেবান কাবুল দখলের পরই হেরাত শহরে গোষ্ঠীটির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন আফগান নারীরা। সেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে রাজধানী কাবুলেও। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলিও ছোড়ে সশস্ত্র তালেবান যোদ্ধরা।