ইন্টারনেটে ঝড় তুলেছে কাশ্মীরের বিস্ময় বালিকার ভিডিও

16

আন্তর্জাতিক ডেস্ক

কাশ্মীরের সোপুরের দশ বছরের এক কিশোরীর সোশ্যাল মিডিয়ার ভিডিও নিয়ে ইন্টারনেটে ঝড় উঠেছে। তাকে বিস্ময় বালিকা হিসেবে মূল্যায়ন করছে মিডিয়াগুলো। কাশ্মীর উপত্যকার সর্বকনিষ্ঠ ইউটিউবার আকসা মসরত নিয়মিত তার ভিডিও দেখেন এমন হাজার হাজার মানুষকে মুগ্ধ করেছে। উদীয়মান প্রভাবক বর্তমানে ৫ম শ্রেণীতে অধ্যয়নরত। অল্পবয়সী মেয়েটি শুধু তার নিজ রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্যের কথাই নয় বরং কয়েকটি বিশেষ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে। ভিডিও সম্পর্কে কথা বলতে গিয়ে আকসা বলেছেন, ‘আমি চেয়েছিলাম আমার বয়সী বাচ্চারা এটি উপভোগ করুক এবং এটিকে বাস্তব জীবনের সাথে সংযুক্ত করতে সক্ষম হোক। তাই আমি চিল্লাই কাল্লান সম্পর্কে একটি ভিডিও তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এটি ছিল আমার প্রথম এলোমেলো ভিডিও। কিন্তু জনসাধারণের কাছ থেকে অপ্রত্যাশিত প্রতিক্রিয়া পেয়ে যাই। তারপর থেকে এই ধরনের ভিডিও বানাতে উৎসাহিত হয়েছি।’ তরুণ প্রতিভার এই বালিকা এখন পর্যন্ত ৫০টি ভিডিও করেছেন এবং দর্শকদের কাছ থেকে প্রচুর সমর্থন এবং ভালবাসা পেয়েছেন তার যাত্রা বরাবর। কাশ্মীরের মিডিয়ার তথ্য অনুসারে, আকসা শুধুমাত্র দৈনন্দিন সমস্যা নিয়ে ভিডিও রেকর্ড করে না বরং তার সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তার সম্প্রদায়ের সমস্যাগুলির প্রতি দৃষ্টি আকর্ষণ করে।
তিনি এমন ভিডিওও তৈরি করেছেন যা প্রদর্শন করে কিভাবে ফসল ভালো হয়। আকসা বলেন, ‘আমি সোপোর ফ্রুট মান্ডি, ধান কাটা, কাংরির মতো কিছু ভিডিও তৈরি কিছি। ভিডিওগুলিতে লক্ষ লক্ষ ভিউ পেয়েছি। আমার একটি ভিডিও ‘মেরে মামু কি শাদি’- মিলিয়ন প্লাস ভিউ হয়েছে। লোকেরা আমার ভিডিওগুলির জন্য প্রশংসা করছে।