ইনিংসে ১০ উইকেট লঙ্কান স্পিনারের

36

শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার মালিন্ডা পুষ্পকুমারা প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে ১০ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বশেষ ২০০৯ সালে ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার জুলফিকার বাবর। কলম্বো ক্রিকেট ক্লাবের হয়ে সারাসেন স্পোর্টস ক্লাবের বিপক্ষে মাত্র ৩৭ রানে ১০ উইকেট নেন পুষ্পকুমারা। তাতে ৩৪৯ রানের লক্ষ্য তাড়া করা সারাসেন গুটিয়ে যায় ১১৩ রানেই। প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন পুষ্পকুমারা। ১১০ রানের বিনিময়ে ১৬ উইকেট নেন তিনি।
শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে বড় নাম ‘পুষ্পকুমারা’। এখন পর্যন্ত ১৯.১৯ গড়ে ৭১৫ উইকেট দখল করেছেন তিনি। ৩১ বছর বয়সী এই বাঁহাতি স্পিনানের গত বছরের আগস্টে টেস্ট অভিষেক হয়। এখন পর্যন্ত ৪টি টেস্ট খেলেছেন তিনি।
টেস্ট ক্রিকেটে ইনিংসে ১০ উইকেট নেয়ার ঘটনা বিরল। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত মাত্র দু’বার ঘটেছে এমন ঘটনা। ১৯৫৬ সালে ওল্ড ট্রাফোর্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৬ রানে ১০ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের জিম লেকার। জিমি লেকারের পর ১৯৯৯ সালে দিল্লির ফিরোজ শাহ কোটলায় পাকিস্তানের বিপক্ষে ৭৪ রানে ১০ উইকেট নেন অনীল কুম্বলে।