ইনস্টাগ্রামে এক পোস্টেই রোনালদোর আয় ৭ কোটি

20

শুধু মাঠের খেলায় কেরামতি দেখিয়ে নয়, বিজ্ঞাপন ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও কোটি কোটি টাকা আয় করেন বিশ্বের ক্রীড়া তারকারা। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একেকটি পোস্টের জন্য কোটি কোটি টাকা পান তারা। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতি পোস্টের জন্য সবচেয়ে বেশি অর্থ পান পর্তুগাল ও জুভেন্তাসের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। হোপার হেডকোয়ার্টার থেকে এই তথ্য প্রকাশিত হয়েছে। একটি ইনস্টা পোস্ট থেকে সিআর সেভেনের আয় বাংলাদেশি মুদ্রায় সাত কোটি টাকার বেশি। পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোর এই মুহূর্তে ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা সাড়ে ১৭ কোটি।
আয়ের বিচারে রোনালদোর পরে রয়েছেন ব্রাজিলীয় ফুটবল তারকা নেইমার, বার্সা তারকা লিওনেল মেসি। তারপর রয়েছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক ডেভিড বেকহ্যাম। তালিকায় প্রথম চার জনই ফুটবলার। পাঁচ নম্বরে রয়েছেন মার্কিন বাস্কেটবল খেলোয়াড় লে বোর্ন জেমস। এই তালিকায় প্রতিবেশি দেশ ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি রয়েছেন নয় নম্বরে। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ৩৬ লাখের বেশি। ইনস্টাগ্রামে বিরাট কোহলির একটি পোস্টের মূল্য ১ লাখ ৯৬ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য আনুমানিক দেড় কোটি টাকারও বেশি।