ইতিহাস সংরক্ষণ দিবসের সভা

3

 

গৌরবময় প্রাচীন চট্টগ্রামের প্রত্নসম্পদ ও ঐতিহাসিক ইতিহাস এবং ঐতিহ্যগুলো সংরক্ষণের মাধ্যমে জাতিকে আরো সমৃদ্ধির দিকে নিয়ে যেতে হবে। নবপ্রজন্মকে প্রাচীন ইতিহাস সম্পর্কে সচেতন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ইতিহাসসচেতনতা ও ইতিহাস চর্চার বিকল্প নেই। ২৮ এপ্রিল প্রাচীন ইতিহাস সংরক্ষণ দিবস উপলক্ষে নগরীর বহদ্দারহাটস্থ কাশবন রেস্টুরেন্টে আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেছেন। সভায় ইতিহাস সংরক্ষণ গবেষণায় এবং প্রাচীন চট্টগ্রামের ইতিহাস চর্চায় কাজ করার জন্য চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মো. ফখরুদ-দীনকে সম্মাননা প্রদান করা হয়। বিশিষ্ট লেখক ও সাংবাদিক এ কে এম আবু ইউসুফের সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি কলেজের প্রাচ্যভাষা ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অর্থদর্শী বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি মাহমুদুল হাসান নিজামী, ড. খান মুহাম্মদ সেলিম উদ্দিন, ড. সবুজ বড়ুয়া, ইতিহাস গবেষক সোহেল মো. ফখরুদ-দীন, লায়ন ব্যাংকার দুলাল কান্তি বড়ুয়া, চিত্রগ্রাহক ওসমান জাহাঙ্গীর, ইঞ্জিনিয়ার সৌমেন বড়ুয়া, প্রাবন্ধিক আবদুল্লাহ মজুমদার, সৌমেন বড়ুয়া ভূপেল, মো. রফিকুল ইসলাম, বেলাল হোসেন মিন্টু প্রমুখ।