ইতিহাস গড়ে সুপার টুয়েলভে নামিবিয়া

1

 

এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে। শুরুটা বিভীষিকাময়ই ছিল নামিবিয়ার। মাত্র ৯৬ রানে অলআউট হয়ে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছিল নবাগত দলটি। সেখান থেকে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখলো আফ্রিকার দেশটি। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে এসে টানা দুই ম্যাচ জিতে নাম লেখালো সুপার টুয়েলভে। আইসিসির টুর্নামেন্টে দেশটির ক্রিকেট ইতিহাসে এটিই সেরা সাফল্য।
শারজায় আজ (শুক্রবার) দলকে ইতিহাস গড়ার ভিত তৈরি করে দেন নামিবিয়ার বোলাররা। আয়ারল্যান্ডকে মাত্র ১২৫ রানেই আটকে দেন তারা। পরের কাজটুকু করেছেন ব্যাটাররা। ১০ বল আর ৮ উইকেট হাতে রেখেই উৎসবে মাতে নামিবিয়া।