ইতিহাস গড়েও ‘তেতো’ স্বাদ ধাওয়ানের

26

আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করার অনন্য কীর্তি গড়েছেন শিখর ধাওয়ান। কিন্তু ম্যাচটা জিততে পারেনি তার দল দিল্লি ক্যাপিটালস। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আগের ম্যাচে ১০১ রানে অপরাজিত থেকে জিতিয়েছিলেন ধাওয়ান। এরপর কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে তার ব্যাট থেকে এলো ৬১ বলে ১০৬ রান।
তবে ভারতীয় ওপেনারের এমন অসাধারণ রেকর্ড গড়ার পরও ৫ উইকেট হারিয়ে মাত্র ১৬৪ রান তুলে দিল্লি। সহজ লক্ষ্যটা ৫ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় পাঞ্জাব। পাঞ্জাব জিতলেও ম্যাচের সব আলো আসলে কেড়ে নিয়েছেন শিখর ধাওয়ান। এই নিয়ে ১০ ম্যাচে চতুর্থ ও টানা তৃতীয় জয়ে পয়েন্ট টেবিলে হায়দরাবাদ ও রাজস্থানকে হটিয়ে পাঁচে উঠে এলো পাঞ্জাব। তবে হেরে গেলেও ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষেই আছে দিল্লি।