ইতিহাস গড়া রাতেই রিয়ালকে বিদায় বলে দিলেন মার্সেলো

14

 

লিভারপুলকে হারিয়ে ১৪তম বারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। অসাধারণ এই অর্জনের পর পুরো সান্তিয়াগো বার্নাব্যু যখন উৎসবের বন্যায় ভেসে যাচ্ছে, তখন বিষাদের সুর বাজলো মার্সেলোর কণ্ঠে। কারণ প্যারিসের ওই ফাইনাল লস বø্যাঙ্কোসদের জার্সিতে ব্রাজিলিয়ান ফুল-ব্যাকের শেষ ম্যাচ। ফাইনালের পর দলের সঙ্গে শিরোপা হাতে পুরোদমে উদযাপন করেছেন মার্সেলো। তবে এর মাঝেই জানিয়ে দিয়েছেন ‘অত্যন্ত খুশি মনে’ রিয়ালকে বিদায় জানাচ্ছেন তিনি। ব্রাজিলিয়ান তারকা স্প্যানিশ জায়ান্টদের হয়ে সবচেয়ে বেশি শিরোপা (২৫) জেতার রেকর্ড সঙ্গী করেই বার্নাব্যু ছাড়ছেন। মার্সেলোর অবশ্য বিদায়বেলায় একটা অপূর্ণতা থেকে গেল। কারণ রিয়ালের জার্সিতে ক্যারিয়ারের শেষ ম্যাচে এক মিনিটের জন্যও মাঠে নামা হয়নি তার। তবে ঠিকই শিরোপা নিয়ে সতীর্থদের সঙ্গে উৎসব করেছেন তিনি। কারণ দলটির এক নম্বর অধিনায়ক তো তিনিই।