ইতালিকে হারিয়ে আরেক শিরোপা আর্জেন্টিনার

13

পূর্বদেশ ক্রীড়া ডেস্ক

ইউরোপসেরা ইতালি আর দক্ষিণ আমেরিকাসেরা আর্জেন্টিনার লড়াই। ধ্রূপদী এক দ্বৈরথেরই আশা করা হচ্ছিল। তবে লিওনেল মেসির আর্জেন্টিনা সেটা হতে দিলো কই? শুরু থেকে শেষ পর্যন্ত একের পর এক আক্রমণে ইতালিকে নিজেদের রক্ষণভাগের পাহাড়াদার বানিয়ে রেখেছিল আলবিসেলেস্তেরা। তারপরও শেষরক্ষা হয়নি, ৩-০ গোলে ইউরোপসেরাদের হারিয়ে জিতে নিয়েছে ফিনালিসিমার আর্তেমিও ফ্রাঞ্চি ট্রফিটাও।
বুধবার রাতে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরো জয়ী ইতালির বিপক্ষে মাঠে নেমেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। ম্যাচ শুরুর ২৮ মিনিটের মাথায় লাউতারো মার্তিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপরে প্রথম অর্ধের নির্দিষ্ট সময় শেষে হওয়ার পরে অতিরিক্ত দুই মিনিট পায় দু’দল। আর অতিরিক্ত দুই মিনিটের প্রথম মিনিটেই আরো একটি গোল দেয় অ্যাঞ্জেল ডি মারিয়া। এরপরে ৯০ মিনিট শেষে অতিরিক্ত ৪ মিনিট পায় দু’দল। সেই সময়ে তিন নম্বর গোলটা দেন পাওলো দিবালা।
ফিনালিসিমার লড়াইয়ে টানা ৩১ ম্যাচ অপরাজিত মেসির আর্জেন্টিনা জয়ের ধারাবাহিকতা ধরে রেখে আরো একটি শিরোপার স্বাদ পেলো।
গেল বছর কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে দীর্ঘ শিরোপার আক্ষেপ ঘুচিয়েছিল আলবিসেলেস্তেরা। কোপা আমেরিকার শিরোপাজয়ী দলটি এবার ইউরোপের সেরা দলটিকে হারিয়ে কাতার বিশ্বকাপের আগে নিজেদের আত্মবিশ্বাস বাড়াতে চায়।