ইডিইউ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম

7

জীবনে উন্নতির পাথেয় সংগ্রহ করতে হয় বিশ্ববিদ্যালয় থেকেই। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি শিক্ষার্থীদের উন্নত শিক্ষা ও দক্ষতায় প্রশিক্ষিত করার লক্ষ্যে নানান সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) বিভিন্ন অনুষদে সামার ২০২১ সেমিস্টারে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে এ মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান। গতকাল ২৭ মে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের তিনটি স্কুলের পৃথক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে সারা দিনে স্কুল অব ইঞ্জিনিয়ারিং, স্কুল অব লিবারেল আর্টস এন্ড সোশ্যাল সায়েন্স এবং স্কুল অব বিজনেসের পৃথক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পাওয়া সকলকে শুভেচ্ছা জানান। এতে অতিথি ছিলেন স্কুল অব লিবারেল আর্টসের অ্যাসোসিয়েট ডিন মুহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসোসিয়েট ডিন ড. মো. নাজিম উদ্দিন ও স্কুল অব বিজনেসের অ্যাসোসিয়েট ডিন ড. মোহাম্মদ রকিবুল কবির। বিজ্ঞপ্তি