ইডিইউতে এইচআর নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা

18

 

প্রতিষ্ঠানের কাক্সিক্ষত লক্ষ্য অর্জনে কার্যকরী মানবসম্পদ ব্যবস্থাপনা এবং দক্ষ এইচআর প্রয়োজন। নিত্যনতুন সমস্যা সমাধান ও উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কর্মীদের উদ্যোমী রাখতে যুগোপযোগী জ্ঞান ও কৌশল জানা জরুরি। এসব বিষয়ে চট্টগ্রামের পেশাজীবীদের আন্তর্জাতিক মানে প্রশিক্ষিত করে তুলতে চায় ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)।
এ লক্ষ্যে মানবসম্পদ সেক্টরে কর্মরত এবং ক্যারিয়ার গড়তে আগ্রহী গ্র্যাজুয়েটদের জন্য ইডিইউতে সেন্টার ফর প্রফেশনাল ডেভলমেন্ট এন্ড চেঞ্জ (সিপিডিসি) এর অধীনে শুরু হচ্ছে ছয় মাসব্যাপী পেশাদার সার্টিফিকেট প্রোগ্রাম। পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (পিজিডিএইচআরএম) নামের এই বিশেষ প্রফেশনাল সার্টিফিকেট প্রোগ্রামটি সাজানো হয়েছে আরব-আমিরাত ভিত্তিক বিখ্যাত শিক্ষা ব্যবস্থাপনা ইনস্টিটিউশন ব্রেথ এডুকেশন এর সহযোগিতায়। কারিকুলামটিতে রয়েছে মানবসম্পদ পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে প্রায়োগিক ও ব্যবহারিক জ্ঞানের সমন্বয়। মানবসম্পদ সেক্টরের সর্বাধুনিক জ্ঞান নিয়ে শুরু হওয়া এ প্রোগ্রামটিতে ভর্তি চলছে, চলমান থাকবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। কোর্স ফিতে ৫০ শতাংশ ছাড়ের সুবিধা পাবেন ভর্তি হওয়া প্রথম ২০জন। তাছাড়া পেশাজীবীদের সুবিধার্থে ছয় মাস মেয়াদী এই প্রোগ্রামের ক্লাসসমূহ সাপ্তাহিক ছুটির দিনে অনুষ্ঠিত হবে। বেøন্ডেড লার্নিং কৌশলে (ক্যাম্পাস-ভার্চুয়াল) ক্লাস নেওয়া হবে প্রতি শুক্রবার। উন্নত ও প্রথম সারির আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে বর্তমানে যে প্রযুক্তি ও কৌশল নির্ভর এইচআর এর চর্চা চলছে, তার সম্যক ধারনা দেওয়া হবে পিজিডিএইচআরএম প্রোগ্রামটিতে। এতে পড়াবেন যুক্তরাষ্ট্রের সোসাইটি ফর হিউম্যান রিসোর্স এন্ড ম্যানেজমেন্ট থেকে প্রশিক্ষিত শিক্ষক। বিজ্ঞপ্তি