ইটভাটা উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে মানববন্ধন

11

 

লোহাগাড়ায় চলমান ইটভাটা উচ্ছেদ অভিযান বন্ধে প্রধানন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন লোহাগাড়া উপজেলা ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ। গত ২ মার্চ দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইটভাটা মালিক ও শ্রমিকদের যৌথ মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে বেকার হয়ে পড়া শত শ্রমিক এবং মালিকরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, মহামান্য হাইকোর্টের আদেশে বিগত দিনে লোহাগাড়ার বেশ কয়েকটি ইটভাটায় জরিমানা ও গুড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। ফলে ইটভাটার কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। হুট করে ব্যবসা বদল করতে না পেরে আমরা মালিকরাও পড়েছি চরম সংকটে। মামলা, জরিমানা ও গুড়িয়ে দেওয়ার ভয়ে যথাযতভাবে ইট উৎপাদন করতে না পারায় কোটি টাকার লোকসান গুণতে হচ্ছে মালিকদের। তাই লোহাগাড়া উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি, কর্মকতা-কর্মচারী, শ্রমিক ও এ শিল্পের আওতাভুক্ত বিশাল জনগোষ্ঠীকে বাঁচাতে মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। মানববন্ধনে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক সরওয়ার আলম কোম্পানী, উপদেষ্টা শাহাব উদ্দিন চৌধুরী, সমিতির সহ-সভাপতি নুরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম জিকু, ও অর্থ সম্পাদক মুুহাম্মদ পারভেজ প্রমুখ । মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেন সমিতির নেতৃবৃন্দ।