ইঞ্জিনিয়ার আলী আশরাফ স্মরণে শোকসভা

29

অধ্যাপক ইঞ্জিনিয়ার আলী আশরাফ স্মরণে শোকসভা গত ২৫ মার্চ অনুষ্ঠিত হয়েছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ছয় তলায় রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ এর উদ্যোগে সভায় রোটারিয়ান, ইঞ্জিনিয়ার এবং অধ্যাপক আলী আশরাফের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। রোটারি ক্লাব অব ইসলামাবাদের অতীত সভাপতি ও রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর জোন কো-অর্ডিনেটর রোটারিয়ান বোরহান উদ্দিন আহমেদ চৌধুরীর সঞ্চালনায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। সভাপতিত্ব করেন লে. গভর্নর এস এম হারুনুর রশিদ। প্রধান অতিথি ছিলেন রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর গভর্নর ড. বেলাল উদ্দিন আহমেদ। শোকসভায় স্মৃতিচারণ করেন রোটারি ক্লাব অব ইসলামাবাদের সভাপতি রোটারিয়ান শওকত ওসমান, সিনিয়র রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুন, রোটারিয়ান ইঞ্জিনিয়ার মতিউর রহমান, পাস্ট প্রেসিডেন্ট এস এম সোলাইমান। অধ্যাপক ইঞ্জিনিয়ার আলী আশরাফের জীবন বৃত্তান্ত পাঠ করেন চার্টার্ড প্রেসিডেন্ট রোটারিয়ান ফাতেমা জেবুন্নেসা এবং ইঞ্জিনিয়ার আলী আশরাফের একটি জীবনভিত্তিক ভিডিও প্রদর্শন করেন পাস্ট প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার রোটারিয়ান আলতাফ মোহাম্মদ হান্নান ও রোটারেক্ট প্রেসিডেন্ট মোহাম্মদ সিনান। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজারার রেজাউল করিম আজাদ মা ও শিশু হাসপাতালে তার অবদানের কথা স্মরণ করে স্মৃতিচারণ করেন। মরহুম প্রকৌশলী মোহাম্মদ আলী আশরাফের শোকসভায় তার আমেরিকা প্রবাসী ছোট ছেলে সাজিদ আশরাফ জোনায়েদ, ভগ্নিপতি এজেএম জাহাঙ্গীর, চাচাতো ভাই ওবায়দুল আকবর ও প্রতিবেশী এডভোকেট সরওয়ার কামাল উপস্থিত ছিলেন।
এডিশনাল ডিস্ট্রিক্ট সেক্রেটারি হাসিনা আক্তার লিপি বলেন, আশরাফ ভাইকে আমরা যথাযথ সম্মান দিতে পারিনি। রোটারি ক্লাব অব ইসলামাবাদের সিনিয়র রোটারিয়ান সাংবাদিক ওসমান গনি মনসুরের বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ জোন কো অর্ডিনেটর রোটারিয়ান মোহাম্মদ ফাহিম, এডিশনাল ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর রোটারিয়ান মেহনাজ তাহসিন শাফি, চট্টগ্রামের অতিরিক্ত কর কমিশনার ও ফার্স্ট প্রেসিডেন্ট সামিনা ইসলামসহ প্রায় শতাধিক রোটারিয়ান ও রোটার‌্যাক্টর অংশগ্রহণ করেন। এসময় রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ এর পক্ষ থেকে তাবারুক বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি