ইছালে সওয়াব মাহফিল উপলক্ষে পরামর্শসভা

15

আগামী ৪, ৫ ও ৬ ফেব্রূয়ারি লোহাগাড়া উপজেলার কুমিরাঘোনা আখতরাবাদে অনুষ্ঠিতব্য বার্ষিক ইছালে সওয়াব মাহফিলকে সফল ও স্বার্থক করে তোলার লক্ষ্যে বায়তুশ আনজুমনে ইত্তেহাদের উদ্যোগে এক পরামর্শ সভা ৯ জানুয়ারী শনিবার বাদ মাগরিব চট্টগ্রাম মহানগরীর ধনিয়ালাপাড়া বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্র মিলনায়তনে বায়তুশ শরফের পীর সাহেব আল্লামা শায়খ মোহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড .আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। মাসিক দ্বীন দুনিয়ার সম্পাদক মোহাম্মদ জাফর উল্লাহর সঞ্চালনায় পরামর্শ সভায় বক্তব্য রাখেন আনজুমনে ইত্তেহাদের সেক্রেটারি জেনারেল ও সাবেক পটিয়া উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিছ মিয়া, মাওলানা মামুনুর রশিদ নুরী, মাওলানা কাজী নাছির উদ্দিন, মাওলানা ছালাহুদ্দিন বেলাল, নুরুল কবির, আবদুল গাফফার চৌধুরী, এডভোকেট মিয়া আবদুর রহিম, হারুনুর রশিদ, মোহাম্মদ কামাল উদ্দিন, মাওলানা ইউনুফ আরমানী, মোহাম্মদ আনিছুর রহমান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড .আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, কুমিরাঘোনা আখতরাবাদের মাহফিলে ইছালে সওয়াব সাতকানিয়া লোহাগাড়ার ঐতিহ্যের অন্যতম স্মারক।