ইচ্ছে মাগো

72

সকাল হতে আমের শাখায় দোয়েলটা ঐ ডাকে
টুনটুনিটা লুকিয়ে বেড়ায় সবুজ পাতার ফাঁকে।
দীঘির পাড়ে শিমুল গাছে বুলিবুলিটা নাচে
নাচ দেখে তার পায়রা, ঘুঘু, ফিঙে এলো কাছে।

মাছরাঙা ঐ ছোঁ মেরে খায় তেলাপিয়া ধরে
মাগো আমার কৈশোরকালে ফিরতে ইচ্ছে করে।
সূর্যটা ঠিক মাথার উপর কদমতলীর জলে
সাঁতরে বেড়ায় দুষ্ট খোকা দস্যিছেলের দলে।

কলাগাছের ভেলায় চড়ে দিচ্ছে নদী পাড়ি
নেই কোন তার ঠিকঠিকানা, ফিরবে কখন বাড়ি?
খাওয়ার কথা ভুলেই গেছে, দস্যিপনায় মেতে
ইচ্ছে মাগো, কৈশোরকাল আবার ফিরে পেতে!

চিকন সাদা সুতো কিনে যাচ্ছে খোকা মাঠে
আজ বুঝি তার মন বসেনি খেলা রেখে পাঠে!
যতœ করে দুদিন ধরে বানিয়েছে ঘুড়ি
ঘুড়ির লেজে শক্ত করে বেঁধেছে এক নুড়ি।

মনের সুখে খোকা এবার ঘোরায় লাটিমটাকে
মাগো আমার কৈশোরকাল, হাতছানিতে ডাকে।