ইউসুফ স্মৃতি সংসদের সভায় ফরিদ মাহমুদ মহান মুক্তিযুদ্ধ বাঙালির গৌরবোজ্জ্বল অধ্যায়

0

সমাজসেবক ফরিদ মাহমুদ বলেছেন, বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। এ অধ্যায়ের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতার আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছয়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধুর প্রদর্শিত পথে সোনার বাংলার জন্য সোনার মানুষ তৈরি করতে হবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ইউসুফ স্মৃতি সংসদের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংসদের সভাপতি ইসমাইল রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র উপদেষ্টা মো. কামরুজ্জামান, সম্মানিত অতিথি ছিলেন সংসদের প্রধান উপদেষ্টা মাওলানা আকতার হোসেন চৌধুরী, ফ্লোরিডা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরশাদুল আলম আশু, নগর যুবলীগ নেতা দেলোয়ার হোসেন দেলু নগর ছাত্রলীগের প্রচার সম্পাদক আব্দুল হামিদ সিকদার মিতু, পাঁচলাইশ তরুন মেলা ক্লাবের সাধারণ সম্পাদক জাহেদুল আলম, মরহুম আবুল হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইকবাল হোসেন, আওয়ামী মটর শ্রমিক লীগের সভাপতি শাহদাত হোসেন মারুফ। বক্তব্য রাখেন আব্দল হামিদ, ইমরান রনি, বাপ্পি, আলতাফুর রহমান ইমন, রুকন, সাকিব, রিয়াদ, সাইদ, রোমান, সামির, জিসান, আইয়ুব আলী, রিয়াজ মন্টি প্রমুখ। পরে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী এবং উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ করেন। বিজ্ঞপ্তি