ইউসিটিসিতে স্প্রিং সেমিস্টারের এডমিশন ফেয়ার উদ্বোধন

8

 

সৃষ্টিশীল তথ্যপ্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রামে (ইউসিটিসি) শুরু হয়েছে স্প্রিং ২০২৩ সেমিস্টারের এডমিশন ফেয়ার। গতকাল ইউসিটিসি উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ এডমিশন ফেয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় ইউসিটিসির প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টি সেক্রেটারি মোহাম্মদ ওসমান, ট্রেজারার সহযোগী অধ্যাপক আহমেদ শরীফ তালুকদার, কন্ট্রোলার অফ এক্সাম ড. মো. নুরুল আবসার, রেজিস্ট্রার সালাউদ্দিন আহমেদ, স্টুডেন্ট এফেয়ার্স ডিরেক্টর এস এম শহিদুল আলম এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। বহরদ্দারহাটস্থ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এই ফেয়ার চলবে। বিবিএ, এমবিএ, ইংরেজিতে অনার্স, ইসলামিক স্ট্যাডিস অনার্স এন্ড মাস্টার্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি এবং মাস্টার্স অব পাবলিক হেলথ (এমপিএইচ) প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারবে এই ফেয়ার থেকে। এছাড়াও এতে থাকছে স্পট অ্যাডমিশনের সুবিধা। ভর্তি ফি’র উপর থাকবে ৪০% ছাড় ও টিউশন ফি’র উপর স্পেশাল ওয়েভার। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সেমিস্টারভিত্তিক মেরিট স্কলারশিপ, ক্রেডিট ট্রান্সফার, ক্যাম্পাস লাইফ স্টাইল, ক্যাম্পাস জব, ক্লাব ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমের নানান তথ্য জানা যাবে এই ফেয়ারে। বিজ্ঞপ্তি