ইউসিটিসিতে একাডেমিক কাউন্সিলের পঞ্চম সভা

6

সম্প্রতি ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম এর একাডেমিক কাউন্সিলের পঞ্চম সভা বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। ইউসিটিসির উপাচার্য প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো.জাহিদ হোসেন শরীফ, ইউসিটিসির প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজ সেক্রেটারি মোহাম্মদ ওসমান, রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ, ট্রেজারার প্রফেসর মো.আব্দুল কাদির তালুকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক বজলুর রহমান, ইউসিটিসির সিএসই বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক এম এম মোশাররফ হোসেন, ইএলএল বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আহমেদ শরীফ তালুকদার, সহকারী অধ্যাপক জিয়াউল হক ও লেকচারার মো.সাইফুল আলম সাইফ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড.মুহাম্মদ এনামুল কাদির, স্কুল অফ বিজনেস এর সহকারী অধ্যাপক ড. মো.আকতার উদ্দিন ও সিনিয়র লেকচারার এবং প্রোগ্রাম কোঅর্ডিনেটর ড. মোহাম্মদ আরিফ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রোগ্রাম কোঅর্ডিনেটর ও লেকচারার মোহাম্মদ নাঈম উদ্দিন এবং স্টুডেন্ট এফেয়ার্স ডিভিশন এর পরিচালক এস এম শহিদুল আলম। সভায় একাডেমিক কাউন্সিলের চতুর্থ সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়া আগামী ১৫ জুন থেকে শুরু হওয়া স্প্রিং ২০২১ সেমিস্টারের ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উল্লেখ্য, গত ২ এপ্রিল ২০২০ একাডেমিক কাউন্সিলের প্রথম সভা, ২০ মে ২০২০ দ্বিতীয় সভা অনলাইনে ও ৮ নভেম্বর ২০২০ তৃতীয় সভা এবং ১ জানুয়ারি ২০২১ চতুর্থ সভা ইউসিটিসি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছিল। বিজ্ঞপ্তি