ইউসিটিসিতে আজ এডমিশন ফেয়ার শুরু

16

তথ্যপ্রযুক্তি ভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রামে (ইউসিটিসি) আজ থেকে শুরু হচ্ছে হয়েছে অটাম (শরৎকালীন) ২০২১ সেমিস্টারের ভর্তি কার্যক্রমের অন্যতম আকর্ষণ অ্যাডমিশন ফেয়ার। বহরদ্দারহাটস্থ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাস্থ্যবিধি মেনে আগামী ১২ জুন পর্যন্ত এই ফেয়ার চলবে। বিবিএ, এমবিএ, ইংরেজিতে অনার্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি এবং মাস্টার্স অব পাবলিক হেলথ (এমপিএইচ) প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা প্রয়োজনীয় তথ্যের উত্তর জেনে নিতে পারবেন এই ফেয়ার থেকে। এছাড়াও এতে থাকছে স্পট অ্যাডমিশনের সুবিধা। ভর্তি ফি’র উপর থাকবে ৫০% ছাড় ও টিউশন ফি’র উপর ৬৫% পর্যন্ত বিশেষ স্কলারশিপের সুযোগ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সেমিস্টারভিত্তিক মেরিট স্কলারশিপ, ক্রেডিট ট্রান্সফার, ক্যাম্পাস লাইফস্টাইল, ক্যাম্পাস জব, ক্লাব ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমের নানান তথ্য জানা যাবে এই ফেয়ারে। থাকছে ফ্যাকাল্টি মেম্বারদের সঙ্গে সরাসরি কথা বলে বিষয় বাছাইয়ের সুবিধা। পাশাপাশি ইউসিটিসির বর্তমান শিক্ষার্থীরাও উপস্থিত থাকবেন। ইউসিটিসিতে তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করবেন তারা। অ্যাডমিশন ফেয়ারের আপডেট জানতে ইউসিটিসির অফিসিয়াল ফেসবুক পেইজে দেয়া লিংকে ক্লিক করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য ফোন করুন ০১৩১৩৪২৭৩১৬, ০১৩১৩৪২৭৩১৭, ০১৩১৩৪২৭৩১৮, ০১৭০৭৫০৮০৮০ এবং ০১৭০৭৫০৮০৮১ নম্বরে। হোয়াটসঅ্যাপে ০১৭০৭৫০৮০৮০ নম্বরে ম্যাসেজ করেও চ্যাট করা যাবে ইউসিটিসির এডমিশন টিমের সাথে। বিজ্ঞপ্তি