ইউরো পেছানোর পক্ষে ইতালি

61

এই বছরের ইউরো মাঠে গড়াতে এখনও অনেক সময় বাকি। ১২ জুন শুরু হওয়ার কথা। কিন্তু এর আগেই ২০২০ ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপ পেছানোর রব তুলেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। অবশ্য এর জন্য দায়ী করোনাভাইরাস!
ইউরোপের দেশগুলোর মধ্যে সবার আগে ফুটবল লিগ (সিরি ‘আ’) স্থগিত করেছে ইতালি। আর এই লিগই ইউরো পেছানোর দাবি তোলার কারণ। স্থগিত লিগ দেরিতে শুরু হলে তা যে শেষও হবে দেরি করে।
ইতালিয়ান ফুটবল ফেডারেশন সভাপতি গাব্রিয়েলে গ্রাভিনার আশা পরে শুরু করলে সিরি ‘আ’ শেষ করতে লেগে যাবে ৩০ জুন পর্যন্ত। অর্থাৎ নির্ধারিত সূচির এক মাস পরে গিয়ে শেষ হবে। আবার প্রয়োজন পড়লে একমাস সময় বাড়তেও পারে। স্পোর্টমিডিয়াসেট টিভিকে গ্রাভিনা বলেছেন, ‘উয়েফাকে আমরা ইউরো পেছাতে বলবো।’ পেছানোর যৌক্তিকতাও তিনি তুলে ধরেছেন, ‘আমরা সিরি আ-র শেষটা দেখতে চাই। কারণ ক্লাবগুলোর ত্যাগস্বীকার ও এত বিনিয়োগের পর এটাই ন্যায্য ও সঠিক কাজ হবে।’
উয়েফা জরুরি সভায় বসবে মঙ্গলবার। সেখানেই এমন দাবি তুলতে যাচ্ছে ইতালিয়ান এফএ।